শান্তিতে কাটল না পরশুরামজয়ন্তীও। ইদের আগের রাত থেকে উত্তাল হল কংগ্রেস শাসিত রাজস্থানের যোধপুর। চলছে দফায় দফায় সংঘর্ষ। মঙ্গলবার সকালেও থমথমে পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করেও পাথর ছোঁড়া হয়। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশও।
প্রশাসনের তরফে জানা গেছে, গত তিনদিন ধরে পরশুরাম জয়ন্তী পালন হচ্ছে যোধপুরে। সেই উপলক্ষ্যেই জালোরি গেটের কাছে স্বস্তিকা চিহ্ন আঁকা পতাকা তুলতে যায় স্থানীয় হিন্দুরা। স্থানীয় মুসলিমদের দাবি, ইদের সময় অন্য ধর্মের পতাকা লাগানো চলবে না। সেই নিয়ে শুরু হয় সংঘর্ষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। সেখানে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। এই ঘটনায় ৪ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। পুলিশ সদস্যরা জানিয়েছে টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে, লাঠি চার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও গুজব ছড়ানো বন্ধ করতে যোধপুরে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।
মঙ্গলবার সকালেও থমথমে পরিস্থিতি। এদিন পুলিশের কড়া নিরাপত্তায় ইদের নামাজ পড়েন স্থানীয় মুসলিমরা। রাজস্থানে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেছেন, ‘যোধপুর মারওয়াদের জায়গা। এই এলাকা ভালোবাসা ও ভাতৃত্বের প্রতীক। এখানকার মানুষ একে অপরকে সম্মান করে। ঐতিহ্যকে সম্মান করে’। এই নিয়ে একটা আবেগঘন টুইটও করেছেন তিনি।