নেপালের নাইট ক্লাবে ফূর্তি করছেন রাহুল গান্ধী। মঙ্গলবার সকালে একটি ভিডিও টুইট করে এমনই দাবি করেছে বিজেপি। সেই ভিডিওতে রাহুলের সঙ্গেই একজন ভদ্রমহিলাকে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এবং বিজেপি নেতাদের দাবি, তিনি মহিলা চিনা কূটনীতিক হাউ ইয়ানকি। তাহলে কী চিনা কূটনীতিকের সঙ্গে নেপালে পার্টি করছেন রাহুল, উঠছে প্রশ্ন।
সোমবার নেপালে পৌঁছেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জানা গিয়েছে, নেপালি বন্ধু সুমনিমা উদাসের বিয়েতে যোগ দিতে সেখানে গিয়েছেন তিনি। তারই মাঝে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, ভিডিওতে রাহুলকে যে জায়গায় দেখা যাচ্ছে সেটি কাঠমান্ডুর লর্ড অফ দ্য ড্রিংকস নাইটক্লাব।
ভিডিওতে রাহুলের সঙ্গে এক মহিলাকেও দেখা যাচ্ছে। তাঁরা এঁকে অপরের সঙ্গে কথা বলছেন। অনেকেই বলছেন, পাশের ওই মেয়েটি চীনা কূটনীতিক চাও ইয়ানকি। রাহুল গান্ধী চীনা কূটনীতিকের সঙ্গে পার্টি করছেন, এই খবরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। রাহুল গান্ধীর নির্বাচনী ক্ষেত্র কেরলের ওয়াঙ্গলে যখন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি মানুষের দুঃখ দুর্দশার কথা শুনছেন, তখন রাহুল গান্ধী বিদেশের নাইট ক্লাবে, এমন প্রচারও চলছে।
এদিকে এই ভিডিও ভাইরাল হওয়ার পর বিজেপি ও কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে তরজা। বিজেপিতে কোনও ভুল নেই বলে দাবি বিজেপির। পাল্টা কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, রাহুল গান্ধী তাঁর বন্ধুর বিয়েতে যোগ দিতে কাঠমান্ডু গিয়েছেন এবং এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সফর। বিয়ে ও বাগদান অনুষ্ঠানে যোগ দেওয়া সংস্কৃতি ও সভ্যতার বিষয় বলেও মন্তব্য করেছেন সুরজেওয়ালা।