জমকালো ইফতারের আয়োজন করেছিলেন বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি সুপ্রিমো খালেদা জিয়া। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত হিন্দুদের দেওয়া হল গরুর মাংস। সেই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ইফতারে অংশ নিলেও না খেয়েই ফিরতে হয়েছে আমন্ত্রিত হিন্দু নেতাদের।
ইফতার পার্টির শুরুতে খাওয়ার হলে গিয়ে দেখেন যে টেবিলে প্লেটে আগে থেকে খাবার সাজানো রয়েছে। সেখানেই রাখা গরুর মাংস, চপ, ঝোল। তাঁরা কেউই গোরুর মাংস খান না। কিন্তু, ইফতারের অনুষ্ঠানে মাংসের পদ বলতে শুধু গোরুর মাংসই ছিল। তাঁদের জন্য কোনও বিকল্প খাবারের বন্দোবস্ত ছিল না। এমন ঘটনায় ক্ষুব্ধ আমন্ত্রিত হিন্দুরা না খেয়েই ফিরে যান।
খবর অনুযায়ী, বিএনপি আয়োজিত এই ইফতার পার্টিতে ২০ জন হিন্দু সদস্যকে আমন্ত্রণ জানানো হয়। বেশ কয়েক হিন্দু সাংবাদিককেও নিমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁদের পাতেও অন্যান্য খাবারের সঙ্গে গোরুর মাংস দেওয়া হয়। বিষয়টি মোটেই ভালোভাবে নেননি তাঁরা।
এ নিয়ে বিএনপির বেশ কয়েকজন নেতা ফেসবুকে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। ইফতার পার্টিতে হিন্দুদের কথা মাথায় রেখে বিকল্প খাবারের ব্যবস্থা করা হয়নি, তা উল্লেখ করেছেন অনেকে। কেউ কেউ আবার গরুর মাংস দেওয়াকে বিএনপির ‛সাম্প্রদায়িক মানসিকতার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ করেছেন।