ইসলাম ত্যাগ করলেন জাকির নায়েকের পিস টিভির অন্যতম সঞ্চালক মুসা সেরেন্তনিও। আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি নিজেই। বর্তমানে তিনি নাস্তিক, আল্লাহ তো দূর, কোনও ঈশ্বরেই তাঁর আর বিশ্বাস নেই বলে স্পষ্ট জানিয়েছেন মুসা।
একটি ইটালিয়ান-অষ্ট্রেলিয়ান পরিবারে মুসার জন্ম এবং বেড়ে ওঠা। ফলে জন্মসূত্রে তিনি ছিলেন খ্রিস্টান। মাত্র ১৭ বয়সে ইসলামে গ্রহণ করেন তিনি। অষ্ট্রেলিয়া, জার্মানি, ইটালি, হল্যান্ড এমনকী ভারতেও ইসলাম প্রচার করতেন তিনি। ইসলাম নিয়ে বিভিন্ন জনসভায় বক্তব্য রাখতেন। সাদা চামড়ার মুসলিম হিসেবে অল্প সময়েই তুমুল জনপ্রিয় হন মুসা।
এরপরেই নজরে পড়েন জাকির নায়েকের। পিস টিভির সঙ্গে মুসাকে যুক্ত করে নেন তিনি। পিস টিভির একাধিক অনুষ্ঠান এবং টক শো-এর সঞ্চালক হিসাবে অংশগ্রহণ করেছেন তিনি। মুম্বইতে আয়োজিত জাকির নায়েকের পিস কনফারেন্সেও অন্যতম বক্তা হিসাবে হাজির ছিলেন মুসা।
কেন ইসলাম ছাড়লেন মুসা? আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে মুসা বলেছেন, ‘কোরানে সম্রাট ধু-ই-কুরনাইন এবং আরামিক ভাষায় লেখা আলেকজান্ডারের গল্পের মধ্যে অদ্ভুত সাদৃশ্য রয়েছে। যার মানে দাঁড়ায় বাস্তবে ধু-ই-কুরনাইন বলে কেউ ছিল না। বরং আলেকজান্ডারের গল্পের ওপর ভিত্তি করে এটা লেখা হয়েছে। অর্থাৎ কোরান আল্লাহর প্রেরিত গ্রন্থ নয়’।