Sensex: RBI-এর সিদ্ধান্তে গভীর খাদে ঝাঁপ সেনসেক্সের, শেয়ার বাজারের ধসে মাথায় হাত বিনিয়োগকারীদের

দীর্ঘদিন পর বদলাচ্ছে রেপো রেট। এক ধাক্কায় ৪০ বেসিস পয়েন্ট বেসিস পয়েন্ট বাড়ানোর ঘোষণা করেছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। আর এরপরই শেয়ার বাজারে বিশাল ধস নামে। এদিন ক্লোজিং বেলে বম্বে স্টক এক্সচেঞ্জে ২.২৯ শতাংশ বা ১৩০৬.৯৬ পয়েন্ট পতন দেখা যায় গত সেশনের তুলনায়। এর জেরে ক্লোজিং বেলে সেনসেক্স গিয়ে ঠেকে ৫৫,৬৬৯.০৩ পয়েন্টে। এদিকে নিফটিও ২.২৯ শতাংশ বা ৩৯১.৫ শতাংশ পড়ে যায়। এর জেরে নিফটি গিয়ে ঠেকে ১৬,৬৭৭.৬০ পয়েন্টে।পয়েন্টে।

এদিন নিফটি ব্যাঙ্কের সূচক পতন পয় ২.৪৯ শতাংশ বা ৮৯৯.২০। এর জেরে ক্লোজিং বেলে নিফটি ব্যাঙ্কের সূচক গিয়ে দাঁড়ায় ৩৫,২৬৪.৫৫ পয়েন্টে। আজকের সবচেয়ে ভালো সেক্টর ছিল নিফটি আইটি। ৩৪৪.২০ পয়েন্ট পতন হলেও আজকে আইটি সেক্টর সবচেয়ে কম লোকসানের মুখ দেখে। ক্লোজিং বেলে নিফটি আইটি-র সূচক গিয়ে দাড়ায় ৩০.৭৯৪.৬০। অপরদিকে আজকের সবচেয়ে খারাপ সেক্টর ছিল নিফটি মেটাল। ২০৪.৫৫ পয়েন্ট বা ৩.২১ শতাংশ কমেছে। এর জেরে নিফটি মেটাল গিয়ে ঠেকে ৬১৫৮.৫৫ পয়েন্টে।

এদিন সবচেয়ে লাভবান শেয়ার ছিল ওএনজিসি। গত সেশনের তুলনায় ৫.৯০ টাকা বা ৩.৭৭ শতাংশ বেড়েছে। এর ফলে ওএনজিসির শেয়ারের দর দাঁড়ায় ১৬২.২৫ টাকা। এদিকে আজকের সব থেকে বেশি লোকসান হওয়া সংস্থা হল অ্যাপোলো হাসপাতাল। এদিন গত সেশনের তুলনায় ২৯১.৪৫ টাকা বা ৬.৭৭ শতাংশ কমেছে অ্যাপোলো হাসপাতালের শেয়ারের দর। এর জেরে অ্যাপোলো হাসপাতালের শেয়ার দর গিয়ে ঠেকে ৪০১৩.৩০ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.