‘কোহিনুর’ কিনে নিচ্ছে আদানি উইলমার, আরও শক্তিশালী হবে ব্যবসা

1/5ভারত ও বিদেশের বাজারে বাসমতি চালের বিপুল চাহিদা রয়েছে। সেই বাজার দখল নিতে ‘কোহিনুর’ বাসমতি চালের ব্র্যান্ড কিনে নিচ্ছে আদানি উইলমার। ম্যাককর্মিক সুইজারল্যান্ড জিএমবিএইচ-এর বিখ্যাত বাসমতি চালের ব্র্যান্ড এটি। ফাইল ছবি: আদানি উইলমার (Adani Wilmar)

আদানি উইলমার মঙ্গলবার রেগুলেটরি এক্সচেঞ্জের মাধ্যমে অধিগ্রহণের বিষয়ে জানিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
2/5আদানি উইলমার মঙ্গলবার রেগুলেটরি এক্সচেঞ্জের মাধ্যমে অধিগ্রহণের বিষয়ে জানিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
এই অধিগ্রহণের ফলে আদানি উইলমার লিমিটেড 'কোহিনুর' বাসমতি চালের পাশাপাশি 'রেডি টু কুক', 'রেডি টু ইট' কারি এবং খাবারের পোর্টফোলিওতে প্রসার বাড়াবে। (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)
3/5এই অধিগ্রহণের ফলে আদানি উইলমার লিমিটেড ‘কোহিনুর’ বাসমতি চালের পাশাপাশি ‘রেডি টু কুক’, ‘রেডি টু ইট’ কারি এবং খাবারের পোর্টফোলিওতে প্রসার বাড়াবে। (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)
আদানি উইলমারের ফরচুন ব্র্যান্ডের মধ্যে কোহিনুরকে রাখা হবে। ফরচুন ব্র্যান্ডও ভারতে বেশ জনপ্রিয়। ছবি সৌজন্যে: হিন্দুস্তান টাইমস (HT Photo)
4/5আদানি উইলমারের ফরচুন ব্র্যান্ডের মধ্যে কোহিনুরকে রাখা হবে। ফরচুন ব্র্যান্ডও ভারতে বেশ জনপ্রিয়। ছবি সৌজন্যে: হিন্দুস্তান টাইমস (HT Photo)
বিশেষজ্ঞদের মতে, এই অধিগ্রহণের মাধ্যমে আগামিদিনে কিছুটা বৃদ্ধি পেতে পারে আদানি উইলমারের শেয়ার দর। ফলে স্বল্প সময়ে ভালো রিটার্নের পরিকল্পনা নিয়ে বিনিয়োগ করা যেতে পারে। সোমবার বাজার ক্লোজিংয়ের সময় পর্যন্ত আদানি উইলমারের শেয়ার দর ছিল ৭৫১.৫০ টাকা। ছবি: গুগল ফিন্যান্স (Google Finance)
5/5বিশেষজ্ঞদের মতে, এই অধিগ্রহণের মাধ্যমে আগামিদিনে কিছুটা বৃদ্ধি পেতে পারে আদানি উইলমারের শেয়ার দর। ফলে স্বল্প সময়ে ভালো রিটার্নের পরিকল্পনা নিয়ে বিনিয়োগ করা যেতে পারে। সোমবার বাজার ক্লোজিংয়ের সময় পর্যন্ত আদানি উইলমারের শেয়ার দর ছিল ৭৫১.৫০ টাকা। ছবি: গুগল ফিন্যান্স (Google Finance)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.