ইদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছাবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাতেই ইদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী সবার ‘স্বাস্থ্য ও সমৃদ্ধি’ সহ ‘সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বে’র কামনা করেছেন। এক টুইট বার্তায় মোদী লেখেন, ‘সবাইকে ইদ-উল-ফিতরের শুভেচ্ছা। এই শুভ অনুষ্ঠানটি আমাদের সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে বাড়িয়ে তুলুক। সবাই সুস্বাস্থ্য ও সমৃদ্ধি লাভ করুক।’ (আরও পড়ুন: ‘নতুন ভারত ঝুঁকি নিতে জানে, গড়তে জানে’, জার্মানিতে দাঁড়িয়ে বার্তা মোদীর)
এদিকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ইদ উপলক্ষে দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দেন। ইদের প্রাক্কালে গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে তিনি বলেন, ‘রমজান মাস শেষ হওয়ায় ইদ-উল-ফিতর উদযাপিত হয়। এই উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাদ্য ও খাদ্যশস্য বিতরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই উৎসব মানুষকে একটি সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী সমাজ গঠনে সচেষ্ট হতে অনুপ্রাণিত করে।’ তিনি আরও বলেন, ‘আসুন ইদের শুভ উত্সব উপলক্ষে আমরা মানবতার সেবায় এবং দরিদ্রদের জীবনযাত্রার উন্নয়নে নিজেদেরকে আত্মনিয়োগ করার সংকল্প করি। ইদ-উল-ফিতর উপলক্ষে আমি সকল দেশবাসীকে, বিশেষ করে আমাদের মুসলিম ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইদ উপলক্ষে শুভেচ্ছা বার্তা দেন। এক টুইট বার্তায় মমতা লেখেন, ‘ঈদ মোবারক! সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি। প্রার্থনা করি যেন আমাদের ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়। আল্লাহ সবাইকে আশীর্বাদ করুক।’