২০২১-এর ২ মে বিধানসভা ভোটের ফলপ্রকাশ হয়। মমতার তৃতীয়বার ক্ষমতায় ফেরার এক বছর পূর্ণ হল। সেই উপলক্ষ্যে বিজেপির কটাক্ষ, রাজনৈতিক ইতিহাসে কলঙ্কের বর্ষপূর্তি। ‘ভোট হিংসার বর্ষপূর্তি’ শীর্ষক কটাক্ষ পোস্টারে ছয়লাপ শহর কলকাতা। আর দিলীপ ঘোষ বললেন, ‘৫০০ টাকার লোভে যাঁরা তৃণমূলকে ভোট দিয়েছিলেন তাঁরাই সবচেয়ে বেশি আক্রান্ত’।
সোমবার নিউটাউনে প্রাতঃভ্রমণ সেরে কাশীপুরে গঙ্গার ঘাটে শহীদ তর্পণ করেন দিলীপ। তাঁর সঙ্গে ছিলেন কল্যাণ চৌবে। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, ‘যাঁরা ৫০০ টাকার জন্য প্রলুব্ধ হয়েছিলেন, যাঁদেরকে দুয়ারে রেশন কিংবা অন্য কোনও ভাতার প্রলোভন দেখানো হয়েছিল, সেই অতি সাধারণ মানুষগুলোই আজকে সবচেয়ে বেশি আক্রান্ত’।
দিলীপ আরও যোগ করেন, ‘গত একটা বছর পশ্চিম বাংলার রাজনৈতিক ইতিহাস একটা কলঙ্কময় বছর। যাঁরা বলেছিলেন যে, মানুষ আমাদের ভোট দিয়েছেন, তাঁরাই আজকে মানুষকে এত কষ্ট দিচ্ছেন। মানুষ হাহাকার করছেন। এক বছরও যায়নি, একটা ফুল মেজরিটি সরকার ধীরে ধীরে মানুষ থেকে সরে যাচ্ছে। একটা বছর গণতন্ত্রের ইতিহাসে কলঙ্কময় বছর হয়ে থাকল’।
শাসকশিবিরকে কোণঠাসা করতে সোমবার মহানগরে গণতন্ত্রের ডাক দিয়ে মহামিছিলের আয়োজন করছে বিজেপি। মিছিল শেষে রয়েছে একটি জনসভা। এখান থেকেই শাসকের বিরুদ্ধে আগামীর লড়াইয়ের ডাক দিয়েছে বিজেপি। শুধু তাই নয়, বিজেপির পক্ষ থেকে আগামী ১৫ দিন বাংলা জুড়ে ম্যারাথন কর্মসূচি নেওয়া হয়েছে।
Black2ndMayAtBengal