ভারতীয় সেনার হাতে আসতে চলেছে এক বিশেষ মানের বন্দুক। এই বন্দুক হাতে এলে অনেক ক্ষেত্রেই ভারত প্রস্তুত থাকবে বলে জানা গেছে। ভারতীয় সেনার অস্ত্র ভাণ্ডারে এই নতুন হাতিয়ার উঁচু পাহাড়ি এলাকায় সেনা বাহিনীর শক্তি বৃদ্ধি করবে বলে অনুমান করা হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, এই বিশেষ বন্দুক ১০৫ এমএম সম্পন্ন ৩৭ ক্যালিবার বিশিষ্ট হবে। এই বন্দুকের সৃষ্টিই করা হয়েছে পার্বত্য এলাকায় ব্যবহারের জন্য। এই বিশেষ উন্নতি প্রযুক্তি সম্পন্ন বন্দুকটি উঁচু এলাকায় ভারতীয় সেনার অপরিহার্য হয়ে উঠবে বলে আসা করা হয়েছে।
ইতিমধ্যে পাহাড়ি এলাকায় উপস্থিত সেনাদের কাছে বিশেষ বন্দুক রয়েছে। সেই বন্দুক খুব শক্তিশালীও, কিন্তু সমস্যা আসে ব্যবহার করার সময়। এই বন্দুকগুলি একদিকে ওজনে যেমন ভারী, তেমন আকারে বড়োও। যার ফলে, এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে অসুবিধার সম্মুখীন হতে হয় জওয়ানদের। এর মধ্যে নয়া বন্দুকের উপস্থিতি ভারতীয় সেনার কাজের গতি তরান্বিত করবে বলে মনে করা হয়েছে।
2022-05-01