রমজান মাসের শেষ শুক্রবারে বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠল। শেষ শুক্রবার হওয়ার কারণে বহু মানুষ জমায়েত করেছিল মসজিদটিকে। এই বিস্ফোরণের জেরে প্রায় ৫০ জনের মতো মারা গেছে বলে জানা গেছে। এই হামলার দায় এখনও কোনো সংগঠন স্বীকার করেনি।
বিস্ফোরণ কান্ডটি ঘটেছে আফগানিস্তানের কাবুলের খালিফা আগা গুল জান মসজিদে। এই মসজিদে শয়ে শয়ে মানুষ নামাজ পড়ার জন জড়ো হয়েছিলেন। নামাজ চলাকালীনই হঠাৎই বিকট শব্দ হয় ও বিস্ফোরণে পুরো মসজিদ উড়ে যায়। তালিবানের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র মহম্মদ নাফি তাকর জানিয়েছেন যে, এই বিস্ফোরণ ঘটনা প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দাদের বয়ান অনুযায়ী, এই বিস্ফোরণের তীব্রতা অনেক বেশি ছিল এবং এর জেরে রীতিমতো কেঁপে ওঠে পুরো এলাকা। এদিকে, আহতদের উদ্ধার ও চিকিৎসা করতে শীঘ্রই এলাকায় পৌঁছে যায় অ্যাম্বুলেন্স। এদিকে, এই ধ্বংসস্তুপ থেকে দেখতে একাধিক মৃতদেহও উদ্ধার করা হয়। কিছু আহত মানুষ কোনোরকমে নিজেরাই মসজিদ থেকে রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসেন।
2022-05-01