সিএএ বিরোধী আন্দোলনের কেন্দ্রস্থল ছিল শাহিনবাগ। সেখান থেকেই উদ্ধার হল ৫০ কেজি হেরোইন, ৩০ লক্ষ নগদ এবং টাকা গোনার মেশিন। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, উদ্ধার হওয়া এই হেরোইনের মূল্য প্রায় ১০০ কোটি টাকা। পাকিস্তান থেকে তা ভারতে এসেছিল বলে জানা গেছে।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দাবি, ৫০ কেজি ওজনের এই বিপুল পরিমাণ মাদক পাঞ্জাব সহ অন্যান্য উত্তরের রাজ্যগুলিতে পাচার হওয়ার কথা ছিল। এই বিপুল অঙ্কের টাকার মাদকের আর্থিক বিষয়টি অন্য একটি বিশেষ সংস্থার মাধ্যমেই দেখা হবে বলেই এনসিবি সূত্রে খবর।
বিপুল পরিমাণ টাকা সাম্প্রতিক কালে একাধিক দেশ বিরোধী প্রতিবাদ এবং বিক্ষোভ-আন্দোলনকে ইন্ধন জুগিয়েছে। শাহিনবাগের সিএএ বিরোধী আন্দোলনের সঙ্গেও এই মাদকের কোটি কোটি টাকার সম্পর্ক রয়েছে বলে মনে করছে এনসিবি। শুধুমাত্র শাহিনবাগ আন্দোলনই নয়, মুজাফফরনগর, কাইরানা প্রভৃতি বিক্ষোভ এবং গণ্ডগোলেও এই মাদকের অর্থের ইন্ধন রয়েছে বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।
পুরো বিষয়টির পিছনে কোনও বিরাট আন্তর্জাতিক চক্র কাজ করছে বলে মনে করা হচ্ছে। যারা স্লিপার সেলের মাধ্যমে এই বিপুল পরিমাণ মাদকের কারবার চালাচ্ছে। এহেন ঘটনায় জাতীয় রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।