গোয়ায় কার্যত উঠে গেল তৃণমূল। প্রশান্ত কিশোরকে দুষে দল ছাড়লেন তৃণমূলের রাজ্য সভাপতি কিরণ কান্ডোলকর। তাঁর দাবি, দলকে জেতাতে নয়, পিকে গোয়ায় গিয়েছিলেন কংগ্রেসকে ব্ল্যাকমেল করতে। গোয়ায় তৃণমূলের আর কোনও ভবিষ্যত নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
শুধু কিরণ নয়, গোয়ায় জোড়াফুল শিবিরের প্রাথমিক সদস্যপদ ছেড়েছেন তারক আরলোকর এবং সন্দীপ ভাজারকরও। প্রসঙ্গত, গোয়া বিধানসভা নির্বাচনের আগে আগে কিরণ কাণ্ডোলকরকে দলের রাজ্য সভাপতি করে তৃণমূল। বিধানসভায় তাঁকে প্রার্থীও করা হয়। কিরণের স্ত্রী কবিতা কান্ডোলকরকেও প্রার্থী করে তৃণমূল। কবিতা আগেই নিজের ‘সমর্থকদের দাবি মেনে’ দল ছেড়েছেন। বুধবার ইস্তফা দেন কিরণও।
রাজ্য সভাপতির পদ ছেড়ে কিরণ বলেন, ‘গোয়ায় তৃণমূলের লজ্জাজনক হারের দায় প্রশান্ত কিশোরের। ও গোয়ায় এসেছিল কংগ্রেসকে ব্ল্যাকমেল করতে এবং দিনের শেষে ওর জন্যই রাজ্যে ফের বিজেপি ক্ষমতায় এল’। তাঁর মতে, এই ব্যর্থতার দায় সম্পূর্ণ প্রশান্ত কিশোরের।
কেন পিকের বিরুদ্ধে ক্ষোভ? কিরণ বলছেন, ‘গোয়ায় দলের নীতি নির্ধারণের ভার দিয়েছিল আই-প্যাককে। প্রশান্ত কিশোর যেহেতু আই-প্যাকের প্রধান, তাই এই ব্যর্থতার দায় ওকেই নিতে হবে’। তিনি আরও বলেন, ‘আমি নিজে পিকের সঙ্গে কথা বলেছিলাম। ও আমাকে বলেছিল, গোয়ার জন্য আমাদের বড় পরিকল্পনা আছে। কিন্তু ভোট আসার আগেই আমরা বুঝে যাই প্রশান্তের সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে’।