সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের নিয়ে আয়োজিত যৌথ সম্মেলনে আঞ্চলিক ভাষায় আদালতের কাজ করার পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি মুখ্যমন্ত্রীদের কাছে তাঁর অনুরোধ, সাধারণ মানুষ যাতে আইনের জাল থেকে বেরিয়ে আসতে পারেন, তার জন্য এমন সব আইন বাতিল করা হোক যেগুলি অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের অনুষ্ঠানে বলেন, ‘সাধারণ মানুষের জন্য আইনের জটিলতাও একটি গুরুতর বিষয়। ২০১৫ সালে আমরা প্রায় ১৮০০টি এমন আইন চিহ্নিত করেছি যা অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে। এর মধ্যে কিছু কেন্দ্রের আইন ছিল। আমরা সেই মতো ১৪৫০টি আইন বাতিল করেছি। কিন্তু রাজ্যগুলি মাত্র ৭৫টি আইন বাতিল করেছে।’
সঙ্গে মোদী বলেন, ‘আদালতে আঞ্চলিক ভাষা ব্যবহারে জোর দিতে হবে আমাদের। এর ফলে আমজনতার বিশ্বাস বাড়বে দেশের বিচার ব্যবস্থার প্রতি। তাঁরা এর সঙ্গে আরও বেশি করে সংযোগ অনুভব করবেন’। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে হিন্দি আগ্রাসনের অভিযোগ আগেও উঠেছে। সেই বিতর্কই নতুন করে উসকে দিয়েছে শাহর সাম্প্রতিক মন্তব্য। আদালতে স্থানীয় ভাষা ব্যবহারে জোর দিতে বলে মোদী সেই বিতর্কে রাশ টানার চেষ্টা করলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
পাশাপাশি দেশে বিচারাধীন বন্দিদের মামলাগুলিকে প্রাধান্য দেওয়ার বিষয়ে হাই কোর্টের বিচারপতি ও মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন জানান মোদী। তিনি বলেন, ‘দেশে প্রায় সাড়ে ৩ লক্ষ বন্দি রয়েছেন। তাঁদের অধিকাংশই দরিদ্র মানুষ। প্রতিটি জেলাতেই জেলা আদালতের বিচারকের নেতৃত্বে একটি করে কমিটি রয়েছে বিষয়টি দেখার। তারা চাইলে ওই বন্দিরা জামিনে মুক্তিও পেতে পারেন’। বিষয়টি খতিয়ে দেখতে সকলের কাছে আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী।