দুটো দেশ আলাদা হয়ে গিয়েছিল ১৯৪৭ সালের অগাষ্টে। ২০০ বছরের পরাধীনতাকে মুক্ত করেছিল কাঁটাতারের যন্ত্রণা। ১৪ ও ১৫ই অগাষ্ট স্বাধীনভাবে পথ চলা শুরু করেছিল দুটো দেশ ভারত – পাকিস্তান। আলাদা সরকার, আলাদা সংবিধান। তবে পাকিস্তানের স্বাধীনতার ১ বছর কেটে গেলেও সেদেশে চালু ছিল ভারতীয় টাকা। দুই দেশের মধ্যে কাঁটাতারের বেড়া উঠেছিল মূলত বাংলা ও পঞ্জাবে। কিন্তু সব কিছু আলাদা হলেও স্বাধীনতার এক বছর ধরে ভারতীয় টাকার ওপরেই নির্ভর করে থাকতে হয়েছিল পাকিস্তানকে।
১৯৪৮ সাল পর্যন্ত ভারতীয় টাকার ওপরে গর্ভনমেন্ট অফ পাকিস্তান লিখে কাজ চালিয়েছিল সেদেশ। কিন্তু কেন, এই প্রশ্ন উঠেছে বারে বারে। স্বতন্ত্র দেশ হওয়া সত্ত্বেও কেন পাকিস্তান ভারতীয় টাকার ওপরে নির্ভরশীল ছিল, তার পিছনে রয়েছে একটি কাহিনী। ১৯৪৮ সাল পর্যন্ত ভারতীয় টাকা ও কয়েন প্রচলিত ছিল পাকিস্তানে। এই টাকা সেদেশে বৈধ হিসেবেই ধরা হত। নতুন কয়েন ও টাকা, যার ওপরে গর্ভনমেন্ট অফ পাকিস্তান লেখা, সেই নতুন টাকা চালু হয় ১৯৪৮ সালের ১লা এপ্রিল।
ভারতীয় রিজার্ভ ব্যাংক ও ভারত সরকার পরে একটি প্রভিশনাল নোট বা প্রতিকী টাকা পাকিস্তানের জন্য বের করে। ইতিহাস বলছে এই প্রতিকী টাকা, যা পাকিস্তানের ব্যবহারের জন্য ছাপা হয়েছিল, তা তৈরি হয় নাসিকের ইণ্ডিয়া সিকিওরিটি প্রেসে। ইংরাজিতে নোটের ওপরে লেখা ছিল গর্ভনমেন্ট অফ পাকিস্তান ও উর্দুতে লেখা ছিল হুকুমত-ই-পাকিস্তান। যদিও নোটের ওপরে স্বাক্ষর ছিল ভারতীয় ব্যাংক ও অর্থনৈতিক আধিকারিকদের। ১, ২, ৫, ১০ ও ১০০ টাকার নোট ছাপানো হয়।
যা ১৯৫২ সালের ১৫ই জানুয়ারি বাতিল বলে ঘোষণা করে পাকিস্তান। তবে ততদিন পর্যন্ত রিজার্ভ ব্যাংক অফ ইণ্ডিয়াই দুই দেশের টাকা ছাপানো ও সরবরাহের দায়িত্বে ছিল। জানা যায়, স্বাধীনতার ঠিক পরেই পাকিস্তানের পক্ষে নিজেদের নতুন অর্থনৈতিক ব্যবস্থা বা পরিকাঠামো গড়ে তোলা সম্ভব ছিল না। একটি ব্যাংকের আওতায় অর্থনৈতচিক কাঠামোকে নিয়ে আসা ছিল সময়সাপেক্ষ ব্যাপার। তাই পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। ১৯৪৭ সালে স্বাধীনতার পর মানিটারি সিস্টেম অ্যাণ্ড রিজার্ভ ব্যাংক অর্ডার নামে একটি চুক্তিতে সই করে দুই দেশ।
যাতে ১৯৪৮ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত নোট ছাপানোর কাজে পাকিস্তানকে সাহায্য করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয় ভারত। উল্লেখ্য, ১৯৪৮ সালের জুন মাসে গঠিত হয় সেন্ট্রাল ব্যাংক অফ পাকিস্তান। তার এক মাস পরেই তৈরি হয় স্টেট ব্যাংক অফ পাকিস্তান। পাকিস্তানের নিজস্ব নোট চালু হয় ১৯৪৮ সালের অক্টোবরে। ৫, ১০ ও ১০০ টাকার নোট প্রথমে ছাপা হতে শুরু করে।