বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠক ছিল। সেই বৈঠকে নরেন্দ্র মোদী পেট্রোল ডিজেলের উপর রাজ্যের কর কমিয়ে দেওয়ার জন্য জানিয়েছিলেন। পাশাপাশি প্রধানমন্ত্রী বলেছিলেন, রাজ্যের কর কমে গেলেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমে যাবে। এবারে এই প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী রান্নার গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে সরব হলেন।
পাশাপাশি, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বললেন, রান্নার গ্যাসের দাম অবিলম্বে ৩০০ টাকা কমানো উচিত। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”এই হারে তেল এবং গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষের উপর চাপ তৈরি হচ্ছে। গ্যাসের দাম না কমানো হলে সাধারণ মানুষের সমস্যা আরও বেড়ে যাবে। তেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্র একতরফা ভাবে রাজ্যের উপর দায় চাপাচ্ছে। রান্নার গ্যাসের দাম অবিলম্বে ৩০০ টাকা কমানো উচিত বলে মনে করি। কেন্দ্র তা করছে না কেন? ”
প্রসঙ্গত, তেলের দাম বৃদ্ধি করাকে ঘিরে কেন্দ্র-রাজ্যের বিবাদ ফের সামনে এসেছে। প্রধানমন্ত্রীর নিশানায় ছিল সাত রাজ্য। এই সাত রাজ্যকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শুল্ক ছাড়ের কথা বলেছিলেন। সাত রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গও ছিল। প্রধানমন্ত্রীর বৈঠকে মুখ্যমন্ত্রীদের বলার কোন সুযোগ ছিল না। সেই কারণে বৈঠক শেষ হতেই গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দেন, বাংলা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ৯৭ হাজার কোটি টাকা পায়। এই টাকা কেন্দ্র দিয়ে দিলেই রাজ্য কেন্দ্রের সমস্ত ঋণ শোধ করে দেবে।
2022-04-29