মঙ্গলবারে এক ভয়ংকর হামলার শিকার হয় পাকিস্তান। জঙ্গি সংগঠনের তরফে করা এই হামলার কেন্দ্রস্থল হিসাবে বেছে নেওয়া হয় করাচি বিশ্ববিদ্যালয়কে। এই বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই তিন চীনা নাগরিক সহ মোট ৪ জন মারা যায় বলে জানা গেছে। অপরদিকে, খবর পাওয়া মাত্রই পুলিশ ও বিশাল সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়।
এই তদন্ত এগোতেই উঠে আসে এক মহিলার নাম। সূত্রের খবর অনুযায়ী, শারী বালোচ নামক এক মহিলা এই হামলায় যুক্ত ছিল। এই মহিলা বালোচ লিবারেশন আর্মির সদস্য ছিল। উল্লেখ্য, বালোচ লিবারেশন আর্মি আবার নিজেই এই হামলার দায় স্বীকার করে নিয়েছে। বিস্ফোরণটি হয় করাচি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চীনা ভাষা শেখানোর প্রতিষ্ঠান কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রবেশ স্থলে। সেখানেই দাঁড়িয়ে শারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।
জানা গেছে, বালোচ লিবারেশন আর্মিতে শারী বালোচ প্রায় ২ বছর আগে যোগ দেয়। এরপরে, এই সংগঠন অনুযায়ী, মাজিদ ব্রিগেড (মূল লক্ষ্য চীনা নাগরিক) যোগ দেয় ও করাচি হামলার জন্য প্রশিক্ষণ নিতে শুরু করে। এদিকে, শারী বালোচ সম্পর্কে প্রকাশ্যে এসেছে তাঁর ব্যক্তিগত পরিচয় ও পারিবারিক তথ্য। শারী একদিকে দুই সন্তানের মা, অপরদিকে প্রাণিবিদ্যায় এম.এসসি ডিগ্রীধারী। এছাড়াও শারী এম.ফিল নিয়েও পড়াশোনা শুরু করে বলে জানা গেছে।
2022-04-28