প্রতিরক্ষা বাজেটের দিক দিয়ে বিশ্বে ভারতের স্থান কত নম্বরে? জানলে অবাক হবেন!

1/11২০২১ সালে বিশ্বজুড়ে সামরিক ব্যয়ের মোট অঙ্ক ২,১১৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। অস্ত্র নিয়ন্ত্রণের উপর গবেষণাকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান SIPRI-র রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। সেখানে প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি ব্যয় করা ১০টি দেশের তালিকা সাজানো হয়েছে। দেখুন সেই তালিকা। ভারত কত নম্বরে জানেন? ফাইল ছবি: রয়টার্স (via REUTERS)

১০. দক্ষিণ কোরিয়া : ৫০.২ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের প্রায় ২.৪% । প্রতীকী ছবি: এপি (AP)
2/11১০. দক্ষিণ কোরিয়া : ৫০.২ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের প্রায় ২.৪% । প্রতীকী ছবি: এপি (AP)
৯. জাপান: ৫৪.১ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের প্রায় ২.৬% । প্রতীকী ছবি: রয়টার্স (Reuters)
3/11৯. জাপান: ৫৪.১ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের প্রায় ২.৬% । প্রতীকী ছবি: রয়টার্স (Reuters)
৮. সৌদি আরব: ৫৫.৬ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের প্রায় ২.৬% । প্রতীকী ছবি: এএফপি (AFP)
4/11৮. সৌদি আরব: ৫৫.৬ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের প্রায় ২.৬% । প্রতীকী ছবি: এএফপি (AFP)
৭. জার্মানি: ৫৬ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের প্রায় ২.৭% । প্রতীকী ছবি: রয়টার্স (REUTERS)
5/11৭. জার্মানি: ৫৬ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের প্রায় ২.৭% । প্রতীকী ছবি: রয়টার্স (REUTERS)
৬. ফ্রান্স : ৫৬.৫ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের প্রায় ২.৭% । প্রতীকী ছবি: এএফপি (AFP)
6/11৬. ফ্রান্স : ৫৬.৫ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের প্রায় ২.৭% । প্রতীকী ছবি: এএফপি (AFP)
৫. রাশিয়া : ৬৫.৯ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের প্রায় ৩.১% । প্রতীকী ছবি: এপি (AP)
7/11৫. রাশিয়া : ৬৫.৯ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের প্রায় ৩.১% । প্রতীকী ছবি: এপি (AP)
৪. ব্রিটেন : ৬৮.৪ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের প্রায় ৩.২ % । প্রতীকী ছবি: এএফপি (AFP)
8/11৪. ব্রিটেন : ৬৮.৪ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের প্রায় ৩.২ % । প্রতীকী ছবি: এএফপি (AFP)
৩. ভারত : ৭৬.৬ বিলিয়ন মার্কিন ডলার, বিশ্বের প্রায় ৩.৬% । (ছবি সৌজন্য পিটিআই) (PTI)
9/11৩. ভারত : ৭৬.৬ বিলিয়ন মার্কিন ডলার, বিশ্বের প্রায় ৩.৬% । (ছবি সৌজন্য পিটিআই) (PTI)
২. চিন : ২৯২ বিলিয়ন মার্কিন ডলার, বিশ্বের প্রায় ১৪% । (ছবি সৌজন্য রয়টার্স) (Reuters)
10/11২. চিন : ২৯২ বিলিয়ন মার্কিন ডলার, বিশ্বের প্রায় ১৪% । (ছবি সৌজন্য রয়টার্স) (Reuters)
১. মার্কিন যুক্তরাষ্ট্র : ৮০১ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের প্রায় ৩০% । প্রতীকী ছবি: রয়টার্স (REUTERS)
11/11১. মার্কিন যুক্তরাষ্ট্র : ৮০১ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের প্রায় ৩০% । প্রতীকী ছবি: রয়টার্স (REUTERS)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.