এবার বিজেপি শাসিত হিমাচল প্রদেশে ইউনিফর্ম সিভিল কোড লাগু করার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। তাঁর কথায়, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এটা খুবই ভালো পদক্ষেপ’। উল্লেখ্য, উত্তরাখণ্ডে ইতিমধ্যেই ইউসিসি লাগুর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথও একই পথে হাঁটতে চান বলে জানিয়েছেন।
‘একটি রাষ্ট্রে দুই প্রধান, দুই নিশান ও দুই বিধান থাকতে পারে না।’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই বাক্যবন্ধ বিজেপির নীতি নির্ধারণে স্পষ্ট। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই এক দেশ, এক আইনের পক্ষে সওয়াল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার।
তবে বিরোধীদের প্রবল বাধায় তা এখনও কার্যকর হয়ে ওঠেনি। তবে একে একে যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলি অভিন্ন দেওয়ানি বিধির দিকে সওয়াল করছে, তাতে মনে করা হচ্ছে সরাসরি কেন্দ্রীয় স্তরে সম্ভব না হলেও বিভিন্ন রাজ্যে রাজ্যে এই প্রক্রিয়া শুরু করে দিতে চাইছে বিজেপি।
উত্তরাখণ্ড ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার উদ্যোগ নিয়েছে। উত্তরপ্রদেশও আগামী দিনে উত্তরাখণ্ডের দেখানো পথে হাঁটতে পারে। তেমনই ইঙ্গিত দিয়েছেন সেরাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। তিনি জানিয়েছেন, ‘প্রত্যেকের উচিত অভিন্ন দেওয়ানি বিধি চাওয়া এবং অভিন্ন দেওয়ানি বিধির উদ্যোগকে সমর্থন করা। উত্তরপ্রদেশ সরকারও সেই দিশাতেই এগোচ্ছে’।