মালদা বিস্ফোরণের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই রাজ্যে ফের বিস্ফোরণের ঘটনা ঘটল। এবার উত্তর ২৪ পরগণার খড়দহে। বিস্ফোরণে এক বৃদ্ধ গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে ৬ টা তাজা বোমাও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শীতলা মন্দিরের ধংসাবশেষ সরাতে গিয়ে আচমকাই বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত বৃদ্ধ তিলক ধারু প্রসাদকে ব্যারাকপুর বিএনবসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, প্রশ্ন, মন্দির সংস্কারের কাজ বেশ কয়েকদিন ধরে চলছে। এই ক’দিন কিছু হয়নি তাহলে আজ এই বোমা এলো কোথা থেকে?
খড়দহের বিস্ফোরণের ঘটনায় প্রশ্ন উঠছে, কে বা কারা সেখানে বোমা রেখেছিল? তাদের উদ্দেশ্যই বা কী ছিল? কোথা থেকে এই সমস্ত বোমা আনা হয়েছিল? তা খতিয়ে দেখছে পুলিশ। যদি এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ইতিমধ্যে ঘটনায় তদন্ত শুরু করে দিয়েছে খড়দা থানা পুলিশ।
উল্লেখ্য রাজ্যে জোরকদমে চলছে বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার তারই মধ্যে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে বিস্ফোরণের খবর মিলছে। কিছুদিন আগে কলকাতার হরিদেবপুর থেকে অটো ভর্তি বোমা উদ্ধার হয়েছিল। গত রবিবার মালদার কালিয়াচকে বল ভেবে খেলতে গিয়ে আশঙ্কা বিস্ফোরণ ঘটে। যার ফলে ৪ জন শিশু আহত হয়েছিল।