হাঁসখালি গণধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। অভিযুক্ত ব্রজগোপাল গয়ালির বাবা তথা তৃণমূল নেতা সমরেন্দু গয়ালিকে গ্রেফতার করল সিবিআই। ঘটনার পর থেকেই লুকিয়ে ছিলেন শাসক দলের এই নেতা। মঙ্গলবার সকালে তাঁকে ধরে ফেলে সিবিআই।
সমরেন্দু গ্রেফতার হওয়ায় হাঁসখালি গণধর্ষণ-কাণ্ডের অনেক তথ্যই সামনে চলে আসবে বলে মনে করা হচ্ছে। ঘটনার পর থেকে খোঁজ মিলছিল না তাঁর। অবশেষে তাঁকে জালে পুরেছেন সিবিআই আধিকারিকরা। তাঁকে সিবিআই ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। মঙ্গলবারই তাঁকে আদালতে তোলা হতে পারে।
সিবিআই জানিয়েছিল, হাঁসখালির ওই নাবালিকাকে ধর্ষণ করার আগে তাকে মাদক খাওয়ানো হয়েছিল। এমনকি গাঁজাও খাওয়ানো হয়। তার পর তাঁকে একে একে তিন জন ধর্ষণ করে। নাবালিকাকে এ ভাবে ধর্ষণ করার পর তাকে রাস্তার ধারে ফেলে অভিযুক্তরা চলে যায়। পরে স্থানীয় এক মহিলা তাকে স্কুটিতে তুলে বাড়ি পৌঁছে দেয়।
এই ঘটনায় অন্যতম অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা সমরেন্দুর ছেলে ব্রজগোপাল ও তার বন্ধু প্রভাকর পোদ্দার। ব্রজগোপাল ও প্রভাকরতে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। তাদের সিবিআইয়ের হাতে তুলেও দেওয়া হয়েছে। এবার সমরেন্দুকেও গ্রেফতার করল সিবিআই।