দেশের একাধিক রাজ্যে করোনা সংক্রমণের হার আবার বাড়তে শুরু করেছে। বহু প্রতীক্ষার পরে অবশেষে ৬ থেকে ১২ বছরের শিশুদের টিকা দেওয়ার ছাড়পত্র পেল কোভ্যাকসিন। জরুরি ভিত্তিতে এই টিকা ডিসিজি আই-এর কাছে ছাড়পত্র পেয়েছে। যদিও, এই টিকা ঠিক কবে থেকে সাধারণ মানুষ নিতে পারবে, সেই তারিখ এখনও জানানো হয়নি।
এছাড়াও, আরও একটি টিকা ছাড়পত্র পেয়েছে, যা ব্যবহার করা যাবে ৫-১২ বছরের শিশুদের জন্য। এই টিকাটির নাম ‘কর্বেভ্যাক্স’। এই টিকাটি তৈরি করা হয়েছে ‘বায়োলজিক্যাল ই’-এর তরফে। উল্লেখ্য, এর আগেও এই টিকা ভারতীয় জনসাধারণের জন্য ব্যবহার করা যেত। কিন্তু, ব্যবহার হতো শুধুমাত্র ১২ বছরের বেশি মানুষদের টিকা দেওয়ার জন্য। অবশেষে এবার অনুমতি পাওয়ার পরে, এই টিকা ৫-১২ বছর বয়সীরাও নিতে পারবে।
প্রসঙ্গত, দেশের একাধিক রাজ্যে আবার করোনাজনিত মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী হতে দেখা গেল। বিগত একদিনে এক হাজার জনেরও বেশি মানুষ মারা গেছেন এবং দু হাজার জনেরও বেশি মানুষ করোনার আক্রান্ত হয়েছেন। যার ফলে, সরকারি তরফে করোনা বিধিনিষেধ শিথিল কর হলেও, ঠিক এক মাসের মাথায় আবার দিল্লি সরকারের তরফে বাধ্যতামূলক করা হল।
2022-04-27