বিজেপির যুব মোর্চার বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে উথাল পাথাল সল্টলেক। পরিস্থিতি এমন চরমে পৌঁছে যায় যে, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধ্বস্তি শুরু হয়ে যায়। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে জলকামান ব্যবহার করতে হয়। একইসঙ্গে ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনীও মোতায়েন করা হয় বলে জানা গেছে।
এইসবকিছুই ঘটে বিকাশ ভবন থেকে ১০০ মিটার দূরে। বিজেপি যুব মোর্চার এই অভিযান মূলত এসএসসি দুর্নীতিকে কেন্দ্র করে ছিল। বিক্ষোভস্থলে বিজেপি কর্মী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই মিছিল থেকে প্রতিধ্বনিত হয় ‘জয় শ্রীরাম’ ধ্বনিও।
জানা গেছে, পুলিশের রাখা একাধিক ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বিজেপি যুব মোর্চার সদস্যরা। এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন তেজস্বী সূর্য। এছাড়াও, রাজু বিস্তা সহ অন্যান্য নেতারা এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, এই আন্দোলনের জন্য পুলিশি অনুমতি মেলেনি। এই অবস্থায় সুকান্ত মজুমদারের বক্তব্য, “গণতন্ত্রকে জলে ভাসানো হচ্ছে। পুলিশ লাঠিচার্জ করেছে। আমাদের পাঁচ কর্মী জখম হয়েছে। পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। যাঁরা দুর্নীতি করেছেন, তাঁরা জেলে যাবেন। কেউ আটকাতে পারবে না”।
2022-04-27