Share Market News: মাত্র ১২ মাসে ১ লাখ টাকা বেড়ে ৮৭.৫৩ লাখ! জানুন কোন শেয়ার

1/6আজ এমন একটি স্টকের বিষয়ে জানতে পারবেন, যেটি মাত্র ১ বছরেই বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)

শেয়ারটি হল সেজল গ্লাস(Sezal Glass)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
2/6শেয়ারটি হল সেজল গ্লাস(Sezal Glass)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
এক বছর আগেই সেজল গ্লাসের শেয়ারের দাম মাত্র ৩ টাকা ছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (REUTERS)
3/6এক বছর আগেই সেজল গ্লাসের শেয়ারের দাম মাত্র ৩ টাকা ছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (REUTERS)
বর্তমানে সেই শেয়ারই বেড়ে ২৮৭.৮৫ টাকা হয়ে গিয়েছে। ছবি: গুগল ফিন্যান্স (Google Finance)
4/6বর্তমানে সেই শেয়ারই বেড়ে ২৮৭.৮৫ টাকা হয়ে গিয়েছে। ছবি: গুগল ফিন্যান্স (Google Finance)
অর্থাত্ গত ১২ মাসে সেজল গ্লাসের শেয়ারটি ৮৭২৬%-এরও বেশি রিটার্ন দিয়েছে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
5/6অর্থাত্ গত ১২ মাসে সেজল গ্লাসের শেয়ারটি ৮৭২৬%-এরও বেশি রিটার্ন দিয়েছে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
তবে একটা সময় টাটা টেলি সার্ভিসেস লিমিটেডের প্রতিটি শেয়ারের দাম ২৯০.১৫ টাকায় পৌঁছে গিয়েছিল। কিন্তু তারপর ধসে গিয়েছিল সংস্থার শেয়ার। নেমে গিয়েছিল ৯৩.৪ টাকায়। সেই ধাক্কা কাটিয়ে আবারও উঠতে শুরু করেছে টাটা টেলি সার্ভিসেসের শেয়ার। (ছবিটি প্রতীকী)
6/6তবে একটা সময় টাটা টেলি সার্ভিসেস লিমিটেডের প্রতিটি শেয়ারের দাম ২৯০.১৫ টাকায় পৌঁছে গিয়েছিল। কিন্তু তারপর ধসে গিয়েছিল সংস্থার শেয়ার। নেমে গিয়েছিল ৯৩.৪ টাকায়। সেই ধাক্কা কাটিয়ে আবারও উঠতে শুরু করেছে টাটা টেলি সার্ভিসেসের শেয়ার। (ছবিটি প্রতীকী)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.