গত বছর মহাকাশে মানুষ পাঠানোর কথা বলে চমকে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারও চমকের অভাব নেই তাঁর ভাষণে। ১০০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার কথা জানালেন তিনি। লালকেল্লা থেকে করলেন বিশেষ ঘোষণা।
এদিন তিনি জানিয়েছেন, দেশের পরিকাঠামো বদলে ফেলতে চান তিনি। রেল স্টেশন, রাস্তা, বিমাবন্দর, সমুদ্র বন্দর- এইসব তৈরির জন্যই এই বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করবে সরকার।
এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ৭০ বছরে ভারতের অর্থনীতি ২ ট্রিলিয়নে পৌঁছেছিল। আর পাঁচ বছরে ২ থেকে ৩ ট্রিলিয়ন হয়ে গিয়েছে।
জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলেন তিনি। বলেন, নাহলে ভবিষ্যতে অনেক সমস্যা দেখা দেবে। যারা ছোট পরিবারে বিশ্বাস করে, তারা দেশের উন্নয়নে নিজেদের অবদান রাখছেন। তাই এটাও একরকম দেশপ্রেম।
নয়া উদ্যোগ ‘জল-জীবন মিশন’ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে থাকবে জল বাঁচানোর প্রক্রিয়া, সমুদ্রের জল কাজে লাগানোর প্রক্রিয়া। শিশুদের ছোট থেকেই জলের গুরুত্ব বোঝানো হবে। ৭০ বছরে জলের জন্য যে কাজ হয়েছে, আগামী পাঁচ বছরে তার চার গুণ কাজ করা হবে বলে জানান তিনি।
সবথেকে বড় ঘোষণা হিসেবে ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ পদ তৈরির কথা বলেছেন মোদী।