পঞ্জাব কিংস-চেন্নাই সুপার কিংস ম্যাচে দুর্দান্ত বল করে নজর কেড়েছেন বিশ্বের অন্যতম সেরা বোলার কাগিসো রাবাদা। চার ওভার বল করে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন রাবাদা। প্রথমে রুতুরাজ গায়কোয়াড়, পরে বিপজ্জনক হয়ে ওঠা অম্বাতি রায়ডুকে সাজঘরে ফেরান রাবাদা। এহে রাবাদার গলায় শুধুই অর্শদ্বীপ স্তুতি। পঞ্জাবের তরুণ এই পেসারকে চলতি আইপিএল-এর সেরা ডেথ বোলার বলে অভিহিত করেন দক্ষিণ আফ্রিকান তারকা খোদ। ম্যাচ শেষে ঋষি ধাওয়ানেরও প্রশংসা করেন রাবাদা।
এদিন ম্যাচ শেষে রাবাদা বলেন, ‘আমার মনে হয় অর্শ (অর্শদ্বীপ সিং) এই টুর্নামেন্টের সেরা ডেথ বোলার। পরিসংখ্যান তাই বলে। সে তরুণ, এবং ওঁ খুব দ্রুত ওপরে উঠে আসছে। তাঁর অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিভাও রয়েছে তাঁর মধ্যে। অর্শদ্বীপ খুব ভালো ছেলে। তাই তাঁর সঙ্গে খেলা বেশা ভালো অভিজ্ঞতা। আমি সবসময় ডেথ বোলিং করে এসেছি, তাই আমি জানি আমি ডেথ বোলিং করতে চলেছি। কিন্তু অর্শ দুর্দান্ত বল করছে এবং সৃঙ্খলার সঙ্গে দলকে নেতৃত্ব দিচ্ছেন।’
এদিকে দলের ব্যাটিং নিয়ে রাবাদা এদিন বলেন, ‘পাওয়ারপ্লেতে, আমরা কিছুটা পিছিয়ে ছিলাম, তবে শিখর এবং মায়াঙ্ক যেভাবে তাঁদের স্নায়ু চাপ সহ্য করে এগিয়ে গিয়েছিলেন তা দুর্দান্ত। পরে শিখর এবং ভানু যেভাবে খেলেছিলেন সেটাও অবিশ্বাস্য। তাঁরা পরবর্তী ব্যাটারদের জন্য একটি পোক্ত প্ল্যাটফর্ম সেট করে দিয়েছিলেন এবং তারপরে লিয়াম লিভিংস্টোন এসে মেরে খেলেন। আমার মনে হয়েছিল যে আমরা যা রান করেছি, তাতে জয় চলে আসবে। জয়ের স্কোর পেয়েছি। এবং পরবর্তীতে আমাদের সব বোলাররা তাঁদের হাত বাড়িয়ে দিয়ে নিজেদের দায়িত্ব পালন করেছেন। স্পিনারদের যখন বল করার তাঁরা করেছেন। রাহুল আমাদের হয়ে দুর্দান্ত খেলেন। সন্দীপ শর্মার অনেক অভিজ্ঞতা রয়েছে। তিনিও ভালো খেলেন। ঋষি ফিরে এসে যেভাবে শেষ ওভারে বল করলেন তাও অসাধারণ। কারণ এখনও মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে বল করা বেশ চাপের কাজ।’