দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম স্বাধীনতা দিবসের মঞ্চে দাঁড়িয়ে একাধিক প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে অন্যতম হলো জল জীবন মিশন। দেশজুড়ে জলের সমস্যা দূর করার জন্য এই প্রকল্পে সাড়ে তিন লক্ষ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন মোদী।
মোদী এ দিন লালকেল্লায় দাঁড়িয়ে বলেন, “বৃষ্টি কম হওয়ায় দেশের একাধিক রাজ্যে জলের সসমস্যা দেখা দিয়েছে। আমাকে একসময় এক সাধু বলেছিলেন, এমন দিন আসবে, যখন জল কিনে খেতে হবে। সেই দিনের দিকেই এগোচ্ছি আমরা। তা যাতে না হয়, তার জন্য জল জীবন মিশন প্রকল্প নিয়েছে কেন্দ্র। জল শক্তি মন্ত্রক এই প্রকল্পের দায়িত্বে থাকবে। এর জন্য সাড়ে তিন লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।”
মোদী জানিয়েছেন, এই প্রকল্পের মধ্যে যেমন জল সংরক্ষণের ব্যবস্থা করা হবে, তেমনই দেশের সাধারণ মানুষকে বোঝানো হবে জলের অপচয় বন্ধ করার জন্য। বাচ্চাদের ছোট থেকেই শিক্ষা দেওয়া হবে, যাতে তারা জলের মর্ম বোঝে। জলের গুরুত্ব বুঝতে পারলে তবেই এই অপচয় রোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন মোদী।
এ বছরই বৃষ্টির পরিমাণ কম হওয়াতে ভারতের দক্ষিণ ও পশ্চিমের একাধিক রাজ্যে জলের সঙ্কট দেখা দিয়েছে।
পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে, যে চেন্নাইয়ের জলের সঙ্কট মেটাতে ৫০ লক্ষ লিটার জল ট্রেনে করে নিয়ে যেতে হয়েছে সেখানে। কিন্তু আগামী দিনে যাতে দেশের মানুষকে এই সমস্যার মধ্যে না পড়তে হয়, তারই পরিকল্পনা করছে সরকার। আর তাই নেওয়া হয়েছে এই জল জীবন মিশন প্রকল্প।