সপ্তাহের দ্বিতীয় দিনেও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অব্যাহত। কখনও চাকরি বা লাইসেন্স দেওয়ার নাম করে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। এবার, মহিলাকে গুলি করে মেরে দেওয়ার হুমকি প্রকাশ্যে এলো। এই মামলাতেও তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল উঠেছে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকায়। এই এলাকাতেই বসবাস করেন মণিকা মজুমদার। তাঁর অভিযোগ, তিনি যে জমি বিক্রিই করেননি কাউকে, তাঁর সেই পৈত্রিক জমিতে অবৈধভাবে নির্মাণকার্য চলছে। এই অভিযোগ নিয়ে তিনি একটি লিখিত অভিযোগও দায়ের করেন। এরপরেই শুরু হয়েজায় রাজনৈতিক শোরগোল।
তৃণমূলের স্থানীয় জয়হিন্দ বাহিনীর সভাপতি পার্থ মণ্ডল তাঁকে জমি সংক্রান্ত মামলাটি তুলে নেওয়ার হুমকি দেন। একইসঙ্গে এও হুমকি দেওয়া হয় যে, মণিকা মজুমদার যদি এই মামলাটি তুলে না নেন, তাহলে তাঁকে গুলি করে খুন করা হবে, এমনটাই জানিয়েছেন মণিকা। তিনি বলেন, “আমার পৈতৃক সম্পত্তি নিয়ে অনেক দিন ধরেই ঝামেলা চলছে। আমি বিষয়টি নিয়ে আদালতে মামলা করি। বিচার এখনও চলছে। এররই মধ্যে নির্মাণকাজ চলছে। গত ২৪ এপ্রিল আমার বাড়িতে ঢুকে হুমকি দিয়ে যায় পার্থ মণ্ডল। বলেছে মামলা না তুললে তিন দিনের মধ্যে আমাকে তুলে নিয়ে গিয়ে গুলি করে দেবে। আমার ছেলে, মেয়ে, জামাইকেও দেখে নেওয়ার হুমকি দিয়েছে। আমি বিধায়কের সঙ্গে দেখা করে সবটা বলি। উনিই আমাকে থানায় পাঠান”।
2022-04-26