বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর জখম মালদার ৫ বালক। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে বিজেপির অমিত মালব্য বলছেন, ‘কীভাবে বোমার আঘাতে জখম হল জানতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো উচিত মুখ্যমন্ত্রীর’।
রবিবার বিকেলে মালদহের কালিয়াচক থানার গোপালনগর এলাকার বাসিন্দা নিখিল সাহার বাড়ির পিছনের আমবাগানে রোজকার মতো খেলা করছিল পাঁচ বালক। সেখানেই জঙ্গলে ব্যাগের মধ্যে মজুত করা ছিল বোমাগুলি। বল ভেবে সেই বোমাগুলি নিয়ে খুদেরা খেলতে শুরু করে। তখনই বিকট শব্দে আচমকা বিস্ফোরণ। তাতেই জখম হয় ওই পাঁচ বালক।
পল্টু সাহা (৮), মিঠুন সাহা (৯) এবং আব্দুর রাহানের (১০) অবস্থা আশঙ্কাজনক। তাদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুই বালক শুভজিৎ সাহা (৮) এবং বিক্রম সাহা (৯) ভর্তি কালিয়াচকের সিলামপুর স্বাস্থ্যকেন্দ্রে। কিভাবে ওই বোমাগুলি সেখানে মজুত করা ছিল এবং কারা এর পিছনে জড়িত রয়েছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মালদহের কালিয়াচকের ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য। টুইটে তিনি লেখেন, ‘কীভাবে পাঁচ নাবালক বোমার ঘায়ে জখম হল, কারণ জানার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কালিয়াচকে তথ্য অনুসন্ধান কমিটি পাঠানো’।