ইদ উপলক্ষ্যে কার্যত ৩ দিন ছুটি দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। পশ্চিমবঙ্গের মাটিতে যা নজিরবিহীন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ইদের আগে এবং পরের দু’ দিন পরীক্ষা হবে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।
ইদ উপলক্ষ্যে আগামী ২, ৪ এবং ৫ মে পরীক্ষা না রাখার দাবি জানিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ। সংগঠনের যাদবপুর ইউনিটের সভাপতি সঞ্জীব প্রামাণিক উপাচার্যকে ই–মেল পাঠিয়ে ইদের আগে এবং পরে পরীক্ষা না রাখার দাবি জানান। উপাচার্য সেই দাবি মেনে নিয়েছেন।
৩ মে ইদের পাশাপাশি শুভ অক্ষয় তৃতীয়া। বাংলায় এই উৎসবটিও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালিত হয়। প্রতি বছরে বৈশাখ মাসের শুক্লপক্ষে পড়ে অক্ষয় তৃতীয়া তিথি। চলতি বছর ১৯ বৈশাখ পড়েছে অক্ষয় তৃতীয়া। এবারের অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। ৫০ বছর পর দু’ টি গ্রহ উচ্চ রাশিতে অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
এদিকে, প্রতিবারের মতো এবারও রাজ্যের তরফে সরকারি কর্মচারীদের দেওয়া হবে উৎসব ভাতা বা অ্যাডহক বোনাস। ইতিমধ্যেই এই বিষয়ে নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। জানা গিয়েছে যে, সর্বনিম্ন ৪, ৮০০ টাকা থেকে সর্বোচ্চ ১৪ হাজার টাকা পর্যন্ত উৎসব ভাতা দেওয়া হবে কর্মচারীদের।