IPL 2022: কোহলি থেকে রোহিত- যাঁদের নিয়ে প্রত্যাশা ছিল, হতাশ করেছেন একাধিক তারকাই

1/9বিরাট কোহলি আইপিএলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর সকলে আশা করেছিলেন, এ বার একেবারে পুরনো মেজাজে পাওয়া যাবে তাঁকে। কিন্তু কোথায় কী! ধারাবাহিকতা তো দূরের বিষয়ে, একেবারেই ছন্দে নেই। এখনও হাফসেঞ্চুরিও করতে পারেননি। শেষ ২ ম্যাচে প্রথম বলে প্যাভিলিয়ানে ফিরেছেন। ৮ ম্যাচ খেলে ফেলে মাত্র ১১৯ রান করেছেন তিনি। সর্বোচ্চ ৪৮।

এ বার আইপিএল তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স যেমন ব্যর্থ, তেমনই ব্যর্থ রোহিত নিজে। ৮ ম্যাচের একটিতেও জিততে পারেনি মুম্বই। ব্যাটে একেবারে রানের খরা। আত্মবিশ্বাসী লাগছে না তাঁকে। ৮ ম্যাচে রোহিতের মোট রান মাত্র ১৫৩। সর্বোচ্চ ৪১। মুম্বইয়ের প্লে-অফে ওঠার কার্যত আর কোনও আশা নেই।
2/9এ বার আইপিএল তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স যেমন ব্যর্থ, তেমনই ব্যর্থ রোহিত নিজে। ৮ ম্যাচের একটিতেও জিততে পারেনি মুম্বই। ব্যাটে একেবারে রানের খরা। আত্মবিশ্বাসী লাগছে না তাঁকে। ৮ ম্যাচে রোহিতের মোট রান মাত্র ১৫৩। সর্বোচ্চ ৪১। মুম্বইয়ের প্লে-অফে ওঠার কার্যত আর কোনও আশা নেই।
১৫ কোটির ইশান চূড়ান্ত হতাশ করেছে। তাঁকে নিয়ে প্রত্যাশা অনেক বেশি ছিল। কিন্তু শুরুটা মন্দ না করলেও, তার পর থেকে খারাপ পারফরম্যান্স করেই চলেছেন ইশান। ৮ ম্যাচে তিনি মাত্র ১৯৯ করেছেন। সর্বোচ্চ ৮১। মূলত দলের ওপেনিং জুটি ব্যর্থ হওয়াটাও মুম্বইয়ের টানা হারের বড় কারণ। (PTI)
3/9১৫ কোটির ইশান চূড়ান্ত হতাশ করেছে। তাঁকে নিয়ে প্রত্যাশা অনেক বেশি ছিল। কিন্তু শুরুটা মন্দ না করলেও, তার পর থেকে খারাপ পারফরম্যান্স করেই চলেছেন ইশান। ৮ ম্যাচে তিনি মাত্র ১৯৯ করেছেন। সর্বোচ্চ ৮১। মূলত দলের ওপেনিং জুটি ব্যর্থ হওয়াটাও মুম্বইয়ের টানা হারের বড় কারণ। (PTI)
গত মরশুমে অরেঞ্জ ক্যাপ জয়ী রুতুরাজ গায়কোয়াড় এখনও পর্যন্ত এই বছর আইপিএলে চূড়ান্ত ব্যর্থ। তিনি কেকেআরের বিরুদ্ধে শূন্য রান দিয়ে এ বার আইপিএলে পথ চলা শুরু করেছিলেন। তবে  গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৪৮ বলে ৭৩ রান করেছিলেন। কিন্তুএর বাইরে বারবার হতাশই করেছেন রুতুরাজ। মোট ৭ ম্যাচ খেলে ১৫.৪৩ গড়ে ১০৮ রান করেছেন তিনি।
4/9গত মরশুমে অরেঞ্জ ক্যাপ জয়ী রুতুরাজ গায়কোয়াড় এখনও পর্যন্ত এই বছর আইপিএলে চূড়ান্ত ব্যর্থ। তিনি কেকেআরের বিরুদ্ধে শূন্য রান দিয়ে এ বার আইপিএলে পথ চলা শুরু করেছিলেন। তবে  গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৪৮ বলে ৭৩ রান করেছিলেন। কিন্তুএর বাইরে বারবার হতাশই করেছেন রুতুরাজ। মোট ৭ ম্যাচ খেলে ১৫.৪৩ গড়ে ১০৮ রান করেছেন তিনি।
গত বছর আইপিএল জয়ী সিএসকে দলের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার ছিলেন মইন আলি। যে কারণে এই বছর তাঁকে রিটেন করা হয়েছে। তবে এ বার আইপিএলে চূড়ান্ত ব্যর্থ তিনি। এখনও পর্যন্ত কোনও উল্লেখযোগ্য অবদান রাখেননি। পাঁচ ম্য়াচে বাঁ-হাতি এই ব্যাটসম্যান ১৭.৪০ গড়ে মাত্র ৮৭ রান করেছেন। মইন বল হাতেও কিছুই করতে পারেননি। তিনি যে ৮ ওভার বল করেছেন তাতে কোনও উইকেট পাননি।
5/9গত বছর আইপিএল জয়ী সিএসকে দলের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার ছিলেন মইন আলি। যে কারণে এই বছর তাঁকে রিটেন করা হয়েছে। তবে এ বার আইপিএলে চূড়ান্ত ব্যর্থ তিনি। এখনও পর্যন্ত কোনও উল্লেখযোগ্য অবদান রাখেননি। পাঁচ ম্য়াচে বাঁ-হাতি এই ব্যাটসম্যান ১৭.৪০ গড়ে মাত্র ৮৭ রান করেছেন। মইন বল হাতেও কিছুই করতে পারেননি। তিনি যে ৮ ওভার বল করেছেন তাতে কোনও উইকেট পাননি।
কায়রন পোলার্ডও নিরাশ করেছেন। ৮ ম্যাচ পর তাঁর সংগ্রহ মাত্র ১১৫ রান। বল হাতে ৩ উইকেট নিয়েছেন। পোলার্ডের থেকে প্রত্যাশাটা অনেকটাই ছিল।
6/9কায়রন পোলার্ডও নিরাশ করেছেন। ৮ ম্যাচ পর তাঁর সংগ্রহ মাত্র ১১৫ রান। বল হাতে ৩ উইকেট নিয়েছেন। পোলার্ডের থেকে প্রত্যাশাটা অনেকটাই ছিল।
গত বছর রহস্যময় স্পিনারের দাপটে প্রতিপক্ষের ব্যাটাররা বেশ বিপাকে পড়েছিল। আর এ বার চূড়ান্ত ব্যর্থ বরুণ। তাঁর ব্যর্থতার কারণের জন্য কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে কেকেআর-কে। ৮ ম্যাচ খেলার পরেও মাত্র ৪ উইকেট নিয়েছেন বরুণ। ২৪৭ রান দিয়েছেন তিনি।
7/9গত বছর রহস্যময় স্পিনারের দাপটে প্রতিপক্ষের ব্যাটাররা বেশ বিপাকে পড়েছিল। আর এ বার চূড়ান্ত ব্যর্থ বরুণ। তাঁর ব্যর্থতার কারণের জন্য কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে কেকেআর-কে। ৮ ম্যাচ খেলার পরেও মাত্র ৪ উইকেট নিয়েছেন বরুণ। ২৪৭ রান দিয়েছেন তিনি।
শার্দুল ঠাকুরকে দিল্লি ক্যাপিটালস মেগা নিলামে ১০.৭৫ কোটি দিয়ে কিনেছিল। অথচ তাঁর পারফরম্যান্স এখনও তাঁর দামের সঙ্গে সুবিচার করতে পারেনি। ৭ ম্যাচে শার্দুল ঠাকুর মাত্র ৪ উইকেট নিয়েছেন। তাঁরর গড় ৫৬ এবং ইকোনমি ৯.৬০।
8/9শার্দুল ঠাকুরকে দিল্লি ক্যাপিটালস মেগা নিলামে ১০.৭৫ কোটি দিয়ে কিনেছিল। অথচ তাঁর পারফরম্যান্স এখনও তাঁর দামের সঙ্গে সুবিচার করতে পারেনি। ৭ ম্যাচে শার্দুল ঠাকুর মাত্র ৪ উইকেট নিয়েছেন। তাঁরর গড় ৫৬ এবং ইকোনমি ৯.৬০।
গত বছর একেবারে স্বপ্নের ফর্মে ছিলেন রবীন্দ্র জাদেজা। ব্যাট-বল হাতে যেমন দুরন্ত ছন্দে ছিলেন তিনি, তেমনই ফিল্ডিং-ও একেবারে তাক লাগিয়ে দিয়েছিলেন। সেই জাদেজার ঘাড়ে আইপিএলের ঠিক শুরুতে নেতৃত্বের বোঝা চাপিয়ে দেওয়া হয়। আর সেই দায়িত্ব নেওয়ার পর থেকে সাফল্য যেন ধারেকাছে ঘেষছে না। এ বার আইপিএলে ৭ ম্যাচ খেলে ফেলে মাত্র ৯১ রান করেছেন তিনি। সর্বোচ্চ ২৬। বল হাতেও জাদেজা ব্যর্থ। ৭ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। এমন কী ফিল্ডিংয়েও হাত থেকে ক্যাচ ফস্কাচ্ছে তাঁর। 
9/9গত বছর একেবারে স্বপ্নের ফর্মে ছিলেন রবীন্দ্র জাদেজা। ব্যাট-বল হাতে যেমন দুরন্ত ছন্দে ছিলেন তিনি, তেমনই ফিল্ডিং-ও একেবারে তাক লাগিয়ে দিয়েছিলেন। সেই জাদেজার ঘাড়ে আইপিএলের ঠিক শুরুতে নেতৃত্বের বোঝা চাপিয়ে দেওয়া হয়। আর সেই দায়িত্ব নেওয়ার পর থেকে সাফল্য যেন ধারেকাছে ঘেষছে না। এ বার আইপিএলে ৭ ম্যাচ খেলে ফেলে মাত্র ৯১ রান করেছেন তিনি। সর্বোচ্চ ২৬। বল হাতেও জাদেজা ব্যর্থ। ৭ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। এমন কী ফিল্ডিংয়েও হাত থেকে ক্যাচ ফস্কাচ্ছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.