PM Modi tests GK on museums: সাধারণ জ্ঞানের পরীক্ষা নিলেন প্রধানমন্ত্রী, এই প্রশ্নের উত্তরগুলি আপনি জানেন কি

রবিবার জাদুঘর নিয়ে সকলের সাধারণ জ্ঞানের পরীক্ষা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেডিয়োয় ‘মন কি বাত’ অনুষ্ঠানে জাদুঘরের গুরুত্ব নিয়ে তিনি আলোচনা করেন। সেখানেই তিনি বলেন, এই বিষয়টি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সঙ্গে সম্পর্কযুক্ত। 

অল্পবয়সিদের জন্য তাঁর পরামর্শ, নিয়মিত জাদুঘর দেখতে যাওয়ার। অতীতের প্রধানমন্ত্রীদের অবদানের কথাও তিনি বলেন। 

তার পরেই সকলের সামনে চারটি প্রশ্ন হাজির করেন প্রধানমন্ত্রী। শ্রোতাদের বলেন, ‘অনেক ক্ষণ ধরে জাদুঘর নিয়ে অনেক কথা বলা হল। এবার কয়েকটি প্রশ্ন রাখা যাক। আপনাদের সাধারণ জ্ঞান কেমন, তা পরীক্ষা করে দেখা যাক।’ তার পরেই চারটি প্রশ্ন করেন তিনি। তার সঙ্গে দিয়ে দেন কিছু সূত্রও। 

দেখে নেওয়া যাক, সেই প্রশ্নগুলি এবং তার সূত্র। 

প্রশ্ন ১: ভারতের কোন শহরে রেলের বিখ্যাত জাদুঘরটি রয়েছে? গত ৪৫ বছর ধরে যে জাদুঘর মানুষ দেখছেন? 

সূত্র: এখানে ‘ফেয়ারি কুইন’, ‘স্যালুন অব প্রিন্স ওয়ালেস’ থেকে ‘ফায়ারলেস স্টিম লোকোমোটিভ’ দেখা যেতে পারে।

প্রশ্ন ২: মুম্বইয়ের কোন জাদুঘরে মুদ্রার ক্রমবিবর্তন দেখা যেতে পারে?

সূ্ত্র: এক কোণে ষোড়শ খ্রিস্টপূর্বাব্দের পয়সা থেকে শুরু করে অন্য কোণে ডিজিটাল অর্থের প্রদর্শনী রয়েছে এই মিউজিয়ামে। 

প্রশ্ন ৩: ‘ভিরাসত এ খালসা’ নামের জাদুঘরটি পাঞ্জাবের কোন শহরে?

প্রশ্ন ৪: ‘কাইট মিউজিয়াম’ বা ‘ঘুড়ির জাদুঘর’ দেশের কোন শহরে রয়েছে?

সূত্র ১:  এই শহরে দেশের সবচেয়ে বড় ঘুড়ি (২৬ বাই ১১ ফুট)-টি রয়েছে।

সূত্র ২: এই শহরের সঙ্গে মাহাত্ম গান্ধীর বিশেষ যোগাযোগ রয়েছে।

কীভাবে পাঠাতে পারবেন সঠিক উত্তর: ইচ্ছুকরা NAMO অ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন সঠিক উত্তর। Social Media-তেও #museumquiz হ্যাশট্যাগ ব্যবহার করে লিখতে পারেন উত্তর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.