প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শনিবারে পৌঁছান অসমে। সেখানে গিয়ে তিনি জম্মু ও কাশ্মেরে আফস্পা প্রত্যাহারের ব্যাপারে করলেন বড়ো ধরণের ঘোষণা। এছাড়াও তিনি মণিপুর, নাগাল্যান্ড ও অসমের বিভিন্ন অংশে আফস্পা প্রত্যাহারের ব্যাপারে মন্তব্য করলেন তিনি।
তিনি বলেন, “গত ৩-৪ বছর ধরে উত্তরপূর্বের রাজ্যগুলি শান্তির পরিস্থিতি তৈরি করেছে। এর জেরে বিভিন্ন জায়গা থেকে আফস্পা প্রত্যাহার করার ক্ষেত্রে সুবিধা হয়েছে। যদি সেই পরিস্থিতি জম্মু ও কাশ্মীরেও থাকে তবে সেখান থেকেও AFSPA প্রত্যাহার করা হবে”।
সালটা ছিল ১৯৯০ সাল, ওই বছরে জুলাই মাসে কাশ্মীরে আফস্পা আইন কার্যকরী হয়। আবার, ২০০০ সালে আগস্ট মাসে এই আইন কার্যকরী হয় জুন মাসে। এই দুই স্থানেই কবে আইনগুলো প্রত্যাহার হবে, সেটা নিয়েই উঠছে প্রশ্ন। এদিকে, অসমে শনিবারে ৭১এর বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত থেকে আফস্পা প্রসঙ্গে এই মন্তব্যটি করেন।