আসামে সংঘর্ষ বাঁধল পুলিশ ও গরু পাচারকারীদের মধ্যে সংঘর্ষ। অভিযোগ, দুই ব্যক্তি বাংলাদেশে গরু পাচার করার চেষ্টা করছিল। এইসবের মাঝেই ধরা পড়ে যায় এবং সংঘর্ষে প্রাণ নিহত হয়। যদিও, দুজনেই অন্য রাজ্যের ছিল বলে জানা গেছে।
সূত্রের খবর অনুযায়ী, মৃত দুই গরু পাচারকারীই উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে, নাম সলমন বানজারা ও আকবর বানজারা। অন্য রাজ্যের এরা আসামের বিভিন্ন জেলায় গরু পাচার করতো এবং পরে ঘুরপথে কিছু গরু আবার বাংলাদেশে পাঠাতো। উল্লেখ্য, আসাম পুলিশ কিছুদিন আগে এদেরকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করেছিল। গ্রেফতার করে আসাম নিয়ে আসার পরে তদন্তের স্বার্থে এদেরকে একাধিকবার জেরাও করা হয়।
গরু পাচার চক্রে যাতে বাকিরাও ধরা পড়ে, আসাম পুলিশ ১৮ই এপ্রিল তারিখে ধৃতদের নিয়ে বাকিদের খুঁজতে বেরোয়। এইসবের মাঝে বেঁধে যায় সংঘর্ষ। পাচারকারীরা রাত ১টা নাগাদ পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি করতে শুরু করে। এঁর জবাবে পুলিশও গুলি চালায়। এই সংঘর্ষেই মাঝে মারা যায় দুই পাচারকারী।
2022-04-24