দেশজুড়ে বিভিন্ন রাজ্য তথা মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি ও মহারাষ্ট্র ও কর্ণাটকে একের পর এক হিংসার খবর প্রকাশ্যে আসতে শুরু করে রাম নবমী ও মহাবীর শোভাযাত্রাকে কেন্দ্র করে। ঠিক এই পরিস্থিতিতেই শান্তির নজির উত্তরপ্রদেশে। তাও, এর মধ্যেও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তিনি বিশেষ দাওয়াই দিলেন পুরো রাজ্যকে।
রাজ্যজুড়ে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে উত্তরপ্রদেশের প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নির্দেশে জানালেন, যে কোনো প্রকারের ধর্মীয় মিছিল বের করার আগে সেই মিছিল কর্তৃপক্ষকে রাজ্য সরকারের কাছে অনুমতি চাইতে হবে এবং এটা বাধ্যতামূলক। এই অনুমতি পেতে গেলে মিছিল কর্তৃপক্ষকে শান্তিরক্ষার ব্যাপারে হলফনামা জমা দিতে হবে।
এই হলফনানায় জানাতে হবে যে, মিছিলের উদ্যোক্তারা নিজেদের তরফে পুরো প্রচেষ্টা চালাবেন শান্তি বজায় রাখার জন্য এবং যে কোনো রকমের গোলমাল থেকে দূরে থাকবেন। একইসঙ্গে এও জানানো হয়েছে যে, দীর্ঘদিন ধরে যে শোভাযাত্রাগুলো হয়ে এসেছে, শুধুমাত্র সেগুলোই পুলিশ প্রশাসনের কাছে অনুমতি পাবে, এক্ষেত্রে এই পরিস্থিতিতে নতুনগুলো পাবে না। এমনকি, মাইক ব্যবহারেরও নির্দেশাবলী দেওয়া হয়েছে। এই নির্দেশানুযায়ী, উপনাস্থলের বাইরে মাইকের শব্দ যাওয়া চলবে না। সেই মাইকের আওয়াজ যেন উপসনাস্থলের মধ্যে সীমাবদ্ধ থাকে।