উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একসময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে আসা হিন্দু শরণার্থীদের আবাসিকভাবে ও অর্থনৈতিকভাবে সাহায্য করবেন। নিজের সেই প্রতিশ্রুতিই এবার পূরণ করলেন তিনি। চলতি সপ্তাহে মোট ৬৩টি পরিবারের হাতে আবাসিক ও কৃষি জমির কাগজ তুলে দিয়ে নিজের প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি।
এই কাজটি সম্পন্ন হয়েছে চলতি সপ্তাহে মঙ্গলবারে। উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে একটি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সেখানেই তিনি সসম্মানে ৬৩টি উদ্বাস্তু পরিবারকে তাঁদের স্থায়ী ঠিকানা ও সুস্থ জীবনযাপনের পথ দেখালেন। জানা গেছে, অনুষ্ঠানে উপস্থিত হিন্দু শরণার্থীদের হাতে আবাসিক ও কৃষি জমি সংক্রান্ত কাগজ তুলে দিলেন।
সরকারের যে সমস্ত সরকারি জমিগুলো দখলদাররা জোর করে দখল করে রেখেছে, সেগুলোই উদ্ধার করে হিন্দু শরণার্থীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সম্পর্কে অনেক আগেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন। সরকারি সূত্রে জানা গেছে, দখলকরা জমিগুলো উদ্ধার হয়ে গেলে, সেগুলোকে প্রথমে ল্যান্ড ব্যাঙ্কের আওতায় আনা হবে, পরে স্কুল, ব্যবসা ও অন্যান্য সরকারি কাজে ব্যবহার করা হবে।
2022-04-24