প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মরিশাসের প্রধানমন্ত্রী ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জড়ো হন ভারতের জামনগরে। জানা গেছে, তাঁরা মূলত ‘ডব্লুউএইচও গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য উপস্থিত হয়েছিল। ভারতে এই কেন্দ্রের ভিত্তিপ্রস্তর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। স্বয়ং বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান এই প্রসঙ্গে ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
উল্লেখ্য, এই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানটি সম্পন্ন হয় চলতি সপ্তাহে গুজরাটের জামনগরে। এই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান ডাঃ ট্রেডোস ঘেব্রিয়েসাস এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জুগনাথ। উল্লেখ্য, এই গুজরাটে তৈরি হতে চলা এই ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টার বিশ্বের প্রথম ও একমাত্র ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টার হতে চলেছে।
জামনগরে উপস্থিত হয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান প্রথমেই গুজরাটি ভাষায় সবাইকে সম্বোধন জানাতে বলে ওঠেন, “কেমছো? মাজামা!” এরপরেই তিনি বলেন, “এটি সত্যিই একটি আন্তর্জাতিক প্রকল্প… এর অর্থ হল ভারত বিশ্বের কাছে পৌঁছবে, অন্য দিকে সমগ্র বিশ্বও ভারতে আসবে”।
2022-04-24