শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনে আচমকা একটি ট্রেন বাতিল হয়েছে। আর তার জেরে হয় রেল অবরোধ। বেতবেড়িয়া স্টেশনের কাছে ওভারহেড তারে কলাপাতা ফেলে দেন ক্ষুব্ধ যাত্রীরা। ফলে সকাল থেকে ক্যানিং শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। শনিবার রেল অবরোধের জেরে দীর্ঘক্ষণ ব্যাহত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।
ঠিক কী ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখায়? রেল পুলিশ সূত্রে খবর, আজ, শনিবার মালগাড়ি যাওয়ার জন্য সকালের লোকাল ট্রেনটি বাতিল করা হয়। তাতেই নিত্যযাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। আগাম কোনও ঘোষণা ছাড়া ট্রেন বাতিল হওয়ায় রেল অবরোধ করেন তাঁরা। বেতবেড়িয়া স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলে অবরোধ করা হয় রেল।
ঠিক কী পরিস্থিতি দাঁড়ায়? এদিন এই রেল অবরোধের জেরে যাঁরা সকালে বেরিয়ে ছিলেন ট্রেন ধরার জন্য তাঁরা গন্তব্যে পৌঁছতে পারেননি। আবার নিত্যযাত্রীরা যে ট্রেনটি ধরেছিলেন সেটিই আটকে পড়ে এই অবরোধে। এমনকী এই পরিস্থিতিতে শিয়ালদহ দক্ষিণ শাখার বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে যায়। অফিসযাত্রীরা সড়কপথ ধরতে বাধ্য হন।
অবরোধ ওঠাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? এই অবরোধ তুলতে ঘটনাস্থলে আসে রেল পুলিশ। এখানে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তাঁরা। যদিও তাতে বিরাট কোনও সাফল্য আসেনি এখনও। বরং অবরোধের জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। ভোরের ট্রেন পরিষেবা নিয়ে আগেও রেল অবরোধ হয়েছিল। এবার তা বাতিল নিয়ে রেল অবরোধ হল।