৭৩তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

আজ ৭৩ তম স্বাধীনতা দিবস। আর এই দিনটি উপলক্ষে দিল্লির লালকেল্লা পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি।

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, “জম্মু ও কাশ্মীরে ৩৭০ এবং ৩৫এ ধারা যদি এতই গুরুত্বপূর্ণ ছিল, তাহলে আমি বিরোধীদের বলব- তাঁরা ৭০ বছর ক্ষমতায় ছিলেন, তারপরেও সংবিধানে এটা কেন স্থায়ীভাবে কার্যকর করেননি। শুরু থেকেই তো এটা সংবিধানে অস্থায়ী হিসেবে রয়ে গিয়েছে। তাহলে এটা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন?” তিনি আরও বলেন, যে কাজ ৭০ বছরে করতে পারেননি। সেই কাজ সরকার গঠনের ৭০ দিনের মধ্যে করে দেখিয়েছি।

পাশাপাশি দেশবাসীর উদ্দেশ্যে মোদী বলেন, আমরা আপনাদের সমর্থনে কাজ করতে বদ্ধ পরিকর। প্রয়োজন ছিল অনুচ্ছেদ ৩৭০ তুলে নেওয়ার, তিন তালাক বিল পাস করা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা, তাই আমরা এসব করেছি। এছাড়া তিনি বলেন, দেশের কৃষকদের জন্য আমরা প্রথম পেনশন যোজনা চালু করেছি, জল সংরক্ষণের জন্য জল মন্ত্রক তৈরি করেছি, শিশুদের সঙ্গে অপরাধ রুখতে কঠোর আইন নিয়ে এসেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.