মহারাষ্ট্রে মসজিদে লাউডস্পিকার ব্যবহার নিয়ে বিতর্ক তুঙ্গে। এই নিয়ে সম্প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন এমএনএস প্রধান রাজ ঠাকরে। এর মধ্যেই সোমবার নয়া নির্দেশিকা জারি করল উদ্ধব সরকার। বলা হয়েছে, ধর্মীয় স্থানে লাউডস্পিকারের ব্যবহার করতে চাইলে অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল এদিন পুলিশের মহাপরিচালকের সঙ্গে এই সংক্রান্ত একটি বৈঠক করেন বলে জানা গিয়েছে৷সংবাদ সংস্থা সূত্রে খবর, বৈঠকে ডিজিপিকে এই সিদ্ধান্তের বিষয়ে সমস্ত পুলিশ কমিশনার এবং অফিসারদের নির্দেশ সম্পর্কে অবগত করার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা রাজ ঠাকরে হিন্দুত্বের পক্ষে সুর চড়িয়েছিলেন। লাউডস্পিকার ব্যবহার নিয়ে বিতর্ক বেড়ে যায় এরপরই। যদি ৩ মে-এর মধ্যে মসজিদ থেকে লাউডস্পিকারগুলি সরানো না হয় তবে ‘হিন্দু ভাইদের প্রস্তুত থাকার’ আহ্বান জানিয়েছিলেন রাজ ঠাকরে। সেই হুঁশিয়ারির মাঝেই এবার লাউডস্পিকার নিয়ে নির্দেশিকা দারি করল মহারাষ্ট্র সরকার।
রাজ ঠাকরে বলেছিলেন, ‘৩ মে পর্যন্ত অপেক্ষা করুন সবাই। দেশের সমস্ত হিন্দু ভাইদের কাছে আমার আহ্বান, আপনারা তৈরি হন। ৩ মে-এর পরেও যদি দেশের কোনও মসজিদে লাউডস্পিকার বাজে, তাহলে মসজিদের সামনেই আমরা লাউডস্পিকারে হনুমান চালিশা পড়ব।’