উত্তর-পশ্চিম দিল্লিতে হনুমান জয়ন্তীর দিন ঘটে গিয়েছে ভয়াবহ সংঘর্ষ। এবারে সেই সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্যকর দাবি তুললেন দিল্লি বিজেপি সভাপতি আদেশ গুপ্তা। বিজেপির অভিযোগ, এই সংঘর্ষ বা সহিংসতার জন্য পুরোপুরিভাবে দায়ী রয়েছে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গারা। বিজেপি আরও জানিয়েছে যে, এই রোহিঙ্গা ও বাংলাদেশিদের সমস্ত রকমভাবে সুযোগ-সুবিধা দিচ্ছে আম আদমি পার্টি।
অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়ালের পার্টি পাল্টা মুখ খুলেছে বিজেপি উদ্দেশ্যে। আম আদমি পার্টির অভিযোগ, দিল্লির অন্যান্য অংশে হনুমান জয়ন্তীর উৎসব শান্তিপূর্ণ ভাবেই পালন করা হয়েছিল। কিন্তু বিজেপির আয়োজিত হনুমান জয়ন্তীর উৎসবে বিজেপির সদস্যরা নিজেরাই ঝামেলা অশান্তি সৃষ্টি করেছিল। ওদিকে, কংগ্রেস এই ঘটনাকে বুদ্ধিমত্তার ব্যর্থতা বলে মন্তব্য করেছে।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত জাহাঙ্গীরপুরিতে হিংসার ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোট ১৪ জনকে। দিল্লি বিজেপির প্রধান আদেশ গুপ্তা সহ বিজেপি বিধায়ক তথা দিল্লির বিধানসভার বিরোধী দলের নেতা রামবীর সিং এই ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন। সেই সঙ্গে তারা জাহাঙ্গীরপুরি থানা পরিদর্শন করেন।
2022-04-19