দিল্লির জাহাঙ্গীরপুরিতে হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় হিংসা চালানোর ঘটনায় মিলল বাংলা যোগ। পুলিশি তদন্তে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ঘটনার ‘মাস্টারমাইন্ড’ মহম্মদ আনসার আদতে হলদিয়ার বাসিন্দা। শুধু তাই নয়, ধৃত ২৩ জনের মধ্যে সোনু শেখ ও আনসার শেখও হলদিয়া থেকেই দিল্লিতে গিয়েছিল বলে জানা গিয়েছে।
জাহাঙ্গীরপুরীর হিংসার ঘটনায় দিল্লি পুলিশের দল পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। আসলে, এই সহিংসতার ঘটনার মূল অভিযুক্ত আনসারের বাড়ি পশ্চিমবঙ্গের হলদিয়ায়। সূত্রের খবর, আনসার করোনার সময় হলদিয়াযতেই ছিলেন।
অন্যদিকে জাহাঙ্গীরপুরী হিংসার আসামি সোনু ওরফে ইউনুসকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে। দিল্লি পুলিশ বলছে যে আজকের শুনানির সময়, অভিযুক্তের পুলিশি হেফাজত চাওয়া হবে কারণ তার কাছ থেকে উদ্ধার হওয়ার অস্ত্রের বিশদ বিবরণ জানতে হবে। সে কার কাছে এই বন্দুকটি পেয়েছে তাও জানতে চায় পুলিশ।
স্থানীয় সূত্রের দাবি, জাহাঙ্গিরপুরী এলাকার একটি মসজিদের সামনে দিয়ে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা যাওয়ার সময় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়ে। একটি গোষ্ঠীর দাবি, শোভাযাত্রা চলাকালীন স্থানীয়রা ইট-পাথর ছোঁড়া শুরু করে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। পুলিশের উপরেও হামলা চালানো হয়।