নজির গড়তে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল তথা ভারতীয় সেনার উপ-প্রধান মনোজ পান্ডে। প্রথম ইঞ্জিনিয়ার হিসেবে ভারতীয় সেনার প্রধান হতে চলেছেন। আগামী ১ মে ভারতীয় সেনার প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।
আগামী ৩০ এপ্রিল ভারতীয় সেনার প্রধান হিসেবে জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের ২৮ মাসের মেয়াদ শেষ হচ্ছে। জেনারেল নারাভানের পর লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে ভারতীয় সেনাপ্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন। যিনি ভারতীয় সেনার ইঞ্জিনিয়ার কোরের প্রথম অফিসার হিসেবে সেই দায়িত্ব পেতে চলেছেন। ইতিমধ্যে ভারতীয় সেনার তরফে লেফটেন্যান্ট জেনারেল পান্ডেকে অভিনন্দন জানানো হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডের পরিচয়
ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী থেকে পাশ করেন লেফটেন্যান্ট জেনারেল পান্ডে। ১৯৮২ সালে ভারতীয় সেনার ইঞ্জিনিয়ার কোরে যোগ দেন। তারপর থেকে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর পাল্লানওয়ালা সেক্টরে ‘অপারেশন পরাক্রম’-র সময় একটি ইঞ্জিনিয়ার রেজিমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল পান্ডে। ২০০১ সালের ডিসেম্বরে সংসদে জঙ্গি হামলার পর পশ্চিম সীমান্ত বরাবর প্রচুর বাহিনী মোতায়েন করার অঙ্গ হিসেবে ‘অপারেশন পরাক্রম’ হয়েছিল।
সেইসঙ্গে ৩৯ বছরের সেনা জীবনে ওয়েস্টার্ন থিয়েটারে ইঞ্জিনিয়ারিং ব্রিগেড, নিয়ন্ত্রণরেখা বরাবর ইনফ্র্যান্টি ব্রিগেড, লাদাখ সেক্টরে পাহাড়ি বিভাগ এবং উত্তর-পূর্ব ভারতে একটি কোরের নেতৃত্ব দিয়েছিলেন। পাশাপাশি ইস্টার্ন কমান্ডের দায়িত্ব নেওয়ার আগে আন্দামান এবং নিকোবর কমান্ডের কমান্ডার-ইন-চিফ ছিলেন।