দিল্লি ও হায়দরাবাদের পরে এবার রাজস্থান রয়্যালসের কাছে হার কলকাতার। টানা তিন ম্যাচে হেরে আইপিএল ২০২২-এর লিগ টেবিলে বেকায়দায় কেকেআর। সব মিলিয়ে চলতি আইপিএলে এটি নাইট রাইডার্সের চতুর্থ হার। তারা এর আগে আরসিবির কাছেও পরাজিত হয়েছে।
অন্যদিকে রাজস্থান রয়্যালস কলকাতাকে হারিয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান মজবুত করে। তারা পাঁচ নম্বর থেকে একলাফে দ্বিতীয় স্থানে উঠে আসে। লিগ টপার গুজরাট লায়ন্সের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সঞ্জু স্যামসনরা।
কলকাতা আপাতত ছয় নম্বরে থেকে গেলেও তাদের অর্ধেক লিগ অভিযান শেষ। খাতায় রয়েছে মাত্র ৬ পয়েন্ট। লিগের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কিছু করে না দেখাতে পারলে কলকাতার পক্ষে প্লে-অফে যাওয়া মুশকিল হয়ে দাঁড়াবে।
দল | ম্যাচ | জয় | পরাজয় | পয়েন্ট | নেট রানরেট |
গুজরাট টাইটানস | ৬ | ৫ | ১ | ১০ | +০.৩৯৫ |
রাজস্থান রয়্যালস | ৬ | ৪ | ২ | ৮ | +০.৩৮০ |
লখনউ সুপার জায়ান্টস | ৬ | ৪ | ২ | ৮ | +০.২৯৬ |
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ৬ | ৪ | ২ | ৮ | +০.১৪২ |
সানরাইজার্স হায়দরাবাদ | ৬ | ৪ | ২ | ৮ | -০.০৭৭ |
কলকাতা নাইট রাইডার্স | ৭ | ৩ | ৪ | ৬ | +০.১৬০ |
পঞ্জাব কিংস | ৬ | ৩ | ৩ | ৬ | +০.১০৯ |
দিল্লি ক্যাপিটালস | ৫ | ২ | ৩ | ৪ | +০.২১৯ |
চেন্নাই সুপার কিংস | ৬ | ১ | ৫ | ২ | -০.৬৩৮ |
মুম্বই ইন্ডিয়ান্স | ৬ | ০ | ৬ | ০ | -১.০৪৮ |