কোভিড সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। গত দুই বছরের তুলনায় অনেকটাই কমেছে দৈনিক সংক্রমণের হার। এর ফলে কোভিড বিধিনিষেধ সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন। আর এবার কোভিড গ্রাফের উপর ভিত্তি করে বিমান যাত্রার নিয়ম বদল নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়ে দিলেন, এবার থেকে আর ডোমেস্টিক উড়ানের জন্য আরটিপিসিআর বাধ্যতামূলক থাকবে না।
গতকাল বিমানযাত্রীদের স্বস্তি দিয়ে বিধিনিষেধ শিথিলের ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, আন্তঃরাজ্য ভ্রমণের জন্য এবার থেকে আর আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক হবে না। তবে পাশাপাশি তিনি এও জানান, কোনও কোনও রাজ্য তাদের প্রয়োজন বা ভাবনা চিন্তা অনুযায়ী এই সংক্রান্ত নিতে পারে। কোনও রাজ্যে যদি কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী হয়, সেক্ষেত্রে আরটিপিসিআর বাধ্যতামূলক করা যেতে পারে। সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ভার পুরোটাই সংশ্লিষ্ট রাজ্যের উপর।
এদিকে সিন্ধিয়া এদিন জানান, দেশের কোভিড পূর্ববর্তী ধারণ ক্ষমতা অর্জন করেছে বিমান পরিষেবা। দৈনিক ৪ লক্ষ যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে ভারতীয় বিমান সংস্থাগুলি। এক টুইট বার্তায় একথা জানান সিন্ধিয়া। উল্লেখ্য, কোভিডের আগে গড়ে এই সংখ্যক যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়া হত। তবে কোভিড সংক্রমণ ছড়িয়ে যেতেই দীর্ঘদিন বন্ধ ছিল বিমান পরিষেবা। পরে বিভিন্ন বিধিনিষেধের মধ্যে দিয়েই ধাপে ধাপে চালু হয় পরিষেবা। এদিকে সিন্ধিয়া তিনি আশা ব্যক্ত করেন যে আগামী দিনে বিমান যাত্রীদের সংখ্যা স্থিতিশীল থাকবে।