KKR Vs RR: ‘হারতে হলে এভাবে হারব’,রাজস্থান হারের পর শ্রেয়স-ফিঞ্চদের প্রশংসা বাজিগর শাহরুখের

অধিনায়ক শ্রেয়স আইয়ার, অ্যারন ফিঞ্চ, উমেশ যাদবদের লড়াই সত্ত্বেও গতকাল ব্রেবোর্ন স্টেডিয়ামের অভিশাপ কাটিয়ে ওঠা হল না কেকেআর-এর। ব্রেবোর্নের মাঠে আইপিএল-এর পাঁচ ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে কেকেআর। রাজস্থানের বিরুদ্ধে এক সময়ে ভালো অবস্থায় থেকেও ম্যাচ হারতে হয় কলকাতাকে। দলের হারে স্বভাবতই তাই হতাশ হওয়ার কথা শাহরুখ খানের। তবে নিজের হতাশা লুকিয়ে রেখে নাইটদের উদ্বুদ্ধ করলেন কিং খান। পাশাপাশি প্রশংসা করলেন বেশ কয়েকজনেরও। শাহরুখের বার্তা, যদি হারতে হয়, তবে এভাবেই লড়ে হারব।

গতকাল রাজস্থানের সঙ্গে ম্যাচ শেষ হওয়ার পর দলের মালিক এক টুইট বার্তায় শ্রেয়স আইয়ার, অ্যারন ফিঞ্চ, উমেশ যাদবদের প্রশংসা করেন। কিং খান লেখেন, ‘ছেলেরা ভালো খেলেছে। শ্রেয়াস আইয়ার, অ্যারন ফিঞ্চ, উমেশ যাদব অসামান্য প্রচেষ্টা করেছে। ১৫০তম ম্যাচের জন্য সুনীল নারিনকে অভিনন্দন এবং ব্যাজ মকুলামকে ১৫ বছর আগের সেই ইনিংসের জন্য অভিনন্দন। আমি জানি আমরা হেরে গিয়েছি, কিন্তু আমাদের যদি হারতেই হয় তাহলে এভাবেই তা হবে! আপনার মাথা উঁচু রাখুন…

উল্লেখ্য, একটা সময়ে গতকাল মনে হয়েছিল কেকেআর খুবই সহজে রাজস্থানকে হারিয়ে দেবে। ক্রিজে তখন অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং অ্যারন ফিঞ্চ। তবে আচমকাই সমীকরণ বদলে গেল। ধীরে ধীরে ব্যাকফুটে যেতে শুরু করল কলকাতা। একা দাঁড়িয়ে দলতে টানার চেষ্টা করতে থাকলেন অধিনায়ক শ্রেয়স। তবে যুজবেন্দ্র চাহালের এক ওভারের সুনামিতে নৌকা ডুবে গেল। এরপরও উমেশ যাদব এসে ডুবন্ত নৌকাকে ভাসানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন। যদিও তাও বিফলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.