হার্ষাল প্যাটেলের দিদি মারা গিয়েছেন ন’দিন হয়ে গিয়েছে। কিন্তু যন্ত্রণাটা একেবারেই কাটিয়ে উঠতে পারছেন না হার্ষাল। পুরনো স্মৃতিগুলো যেন বারবার ফিরে আসছে মনে। দিদির হাসিমুখের ছবিই এখন সঙ্গী হার্ষালের।
তাঁর প্রয়াত দিদির উদ্দেশ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকার বোলার একটি খোলা চিঠি লিখেছেন। যা আপনার মন ছুঁয়ে যাবেই। নিজের সঙ্গে দিদির একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে হার্ষাল লিখেছেন, ‘দিদি, আমাদের জীবনে তুমি ছিলে সবচেয়ে হাসিখুশি এবং স্নেহের একজন মানুষ। তুমি শেষ দিন পর্যন্ত মুখে সব সময়ে বড় হাসি টেনে রেখে জীবনে অবিশ্বাস্য সমস্যার সঙ্গে লড়াই করে গিয়েছো। আমি ভারতে ফিরে আসার আগে, যখন তোমার সঙ্গে হাসপাতালে ছিলাম, তখন তুমিই আমাকে বলেছিলে, খেলায় মন দিতে। আর তোমার কথা চিন্তা না করতে। এই কথাগুলো মনে করেই আমি গত রাতে (১৬ এপ্রিল) মাঠে নামতে পেরেছিলাম’।
হার্ষাল আরও লিখেছেন, ‘তোমাকে স্মরণ করতে এবং সম্মান করার জন্য আমি এখন এমন কাজ করব, যার জন্য তুমি গর্বিত হবে। তোমাকে আমার জীবনের প্রতিটি মুহূর্তে, ভাল সময়ে এবং খারাপ সময়ে, সব সময়ে মিস করব। আমি তোমাকে অনেক ভালোবাসি। রেস্ট ইন পিস জাদি..’।
এ দিকে হার্ষাল দলে ফেরায় স্বস্তি পেয়েছে আরসিবি। তাদের দলে হার্ষালের অভাবটা বেশ বোঝা গিয়েছিল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারতে হয়েছিল আরসিবি-কে। তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হার্ষাল খেললেও সেরাটা দিতে পারেননি। ৪ ওভার বল করে ৪০ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি।
৯ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭ উইকেটে দুরন্ত জয় পেয়েছিল আরসিবি। হার্ষাল ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। দলের মতোই ফুরফুরে মেজাজে ছিলেন হার্ষাল। তবে ম্যাচের পরেই মাথায় আকাশ ভেঙে পড়ে হার্ষালের। ম্যাচ খেলে ওঠার পরেই দিদির মৃত্যুসংবাদ পান তিনি।
জানা গিয়েছে, মুম্বই-আরসিবি-র ম্যাচ চলাকালীনই হার্ষালের দিদি অর্চিতা প্যাটেল মারা যান। কী রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন জানা না গেলেও, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলেই খবর। হার্ষাল ম্যাচ চলাকালীন এই বিষয়ে জানতেন না। ম্যাচ শেষে খবরটি কানে পৌঁছতেই তড়িঘড়ি আরসিবি শিবির ছেড়ে রাতেই বেরিয়ে পড়েছিলেন।