রাজ্যে সাম্প্রতিককালে ঘটে যাওয়া ৫টি ধর্ষণ ও গণধর্ষণের ঘটনায় CBI তদন্ত দাবি করে আদালতের দ্বারস্থ হল বিজেপির লিগাল সেল। সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে ময়নাগুড়ি, পিংলা, বোলপুর, নামখানা ও নেত্রা ধর্ষণকাণ্ডে সিবিআই তদন্ত দাবি করেন তারা।
রাজ্যের ৪ ধর্ষণকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে দায়ের মামলায় ইতিমধ্যে আইপিএস দময়ন্তী সেনের নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার ফের একই দাবি নিয়ে আদালতে হাজির হল বিজেপির লিগাল সেল। তাদের দাবি, রাজ্য পুলিশ ধর্ষণকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করতে পারবে না। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য তার প্রমাণ বলে দাবি তাদের।
সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে হাঁসখালি ধর্ষণকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মেয়েটি অসুস্থ ছিল, না প্রেগনেন্ট ছিল, না কেউ তাকে ২টো চড় মেরেছে তা দেখতে হবে।
বিজেপিপন্থী আইনজীবীদের দাবি মুখ্যমন্ত্রীর এই মন্তব্যই রাজ্যে সমস্ত ধর্ষণকাণ্ডের গতিমুখ নির্ধারণ করে দিয়েছে। ফলে সিবিআই ছাড়া নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।
বলে রাখি, হাঁসখালি ধর্ষণকাণ্ডে ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।