দিল্লির জাহাঙ্গীরপুরিতে দাঙ্গায় মূল অভিযুক্ত আনসারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। আদালতে নিয়ে যাওয়ার সময় ‘পুষ্পা ঝুঁকেগা নেহি’ সিগনেচার স্টাইল করতে দেখা গিয়েছে তাঁকে। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু কে এই আনসার?
জানা গিয়েছে, জাহাঙ্গীরপুরীর বি ব্লকের বাসিন্দা আনসার। পিতার নাম মোহাম্মদ আলাউদ্দিন। আনসার মাত্র চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। তাঁর স্ত্রীর নাম সাকিনা ও ছেলের নাম সোহেল। আনসারের ভাইয়ের নাম আলফা। এছাড়াও, তাঁর শ্যালক মেওয়াতের নুহতে থাকেন বলে জানা গিয়েছে।
এর আগেও দু’ টি হামলার ঘটনায় যুক্ত থাকার প্রসঙ্গ ইতিমধ্যেই সামনে এসেছে। এমনকি তাঁকে গ্রেফতারও করেছিল পুলিশ। অস্ত্র আইন ও জুয়া আইনে ৫ বার মামলা হয়েছে আনসারের নামে। আরও জানা গিয়েছে, শাহিনবাগে এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনে লোক সাপ্লাই দেওয়ার অভিযোগও উঠছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, দিল্লি দাঙ্গার পিছনেও আনসারের হাত ছিল বলে অভিযোগ।
প্রসঙ্গত, শনিবার রাতে দিল্লির জাহাঙ্গিরপুরীতে হনুমানজয়ন্তীর শোভাযাত্রাকে ঘিরে তৈরি সংঘর্ষে আট পুলিশকর্মী সহ মোট নয়জন আহত হন। সাব ইন্সপেক্টর মেধালাল মীনার হাতে গুলি লাগে। এফোঁড়-ওফোঁড় হয়ে যায় হাতের তালু। ভিডিও দেখে ইতিমধ্যেই পুলিশের তরফে আসলাম নামক এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এরপরই মূল অভিযুক্ত আনসারকে গ্রেফতার করে পুলিশ।