এবারে চারজন এসএসসির কর্মশিক্ষা ও শারীরশিক্ষার চাকরিপ্রার্থীরা কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ডেপুটেশন জমা দিতে যাবার কারণে আটক হলেন। অভিযোগ উঠেছে, ওই চাকরিপ্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও কটু কথা বলেছেন সিভিক ভলেন্টিয়াররা। বর্তমানে ওই চার এসএসসির চাকরিপ্রার্থীদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে।
সূত্রের খবর, এসএসসির কর্মশিক্ষা ও শারীরশিক্ষার চাকরিপ্রার্থীরা বিগত দশ দিন ধরে বিক্ষোভ আন্দোলন করছেন শহীদ মিনারের কাছে। তারা চারদিন ধরে রিলে অনশনও করেছেন। এরপর রবিবার সকালে মুখ্যমন্ত্রীর বাড়িতে যায় চারজনের একটি প্রতিনিধি দল, ডেপুটেশন জমা দিতে। এই ডেপুটেশন জমা দেওয়াকে ঘিরে বচসার সূত্রপাত হয় তাদের সঙ্গে সিভিক ভলেন্টিয়ারের।
অভিযোগ উঠে, সেখানে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা ওই প্রতিনিধিদলকে বাধা দেয়। শুধু তাই নয়, অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন সিভিক ভলেন্টিয়াররা। এরপর ওই চারজনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে, রবিবার শহীদ মিনারে অনশনরত চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে পাঁচজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তাদেরকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে
2022-04-18