PBKS vs SRH: গরমে খেলাটা কোনও ব্যাপার নয়, বল হাতে ইতিহাস সৃষ্টি করে দাবি উমরানের

নবি মুম্বইয়ের তপ্ত দুপুরে পঞ্জাব কিংসের বিরুদ্ধে বল হাতে আগুন ঝরান উমরান মালিক। শেষ ওভারে মেডেনসহ তিন উইকেট (রান আউটেও একটি উইকেট পড়ে) নিয়ে হুলুস্থুলু ফেলে দেন উমরান। ১৫১ রানেই গুটিয়ে যায় পঞ্জাব। ২৮ রানে চার উইকেট নিয়ে নিজের বোলিং স্পেল শেষ করেন উমরান।

উমারনের আগুনে বোলিংয়ের পর এডেন মার্করাম ও নিকোলাস পুরানের বুদ্ধিমান ইনিংসের সুবাদেই ৭ উইকেটে পঞ্জাব কিংসকে হারিয়ে নাগাড়ে নিজেদের চতুর্থ ম্যাচ জিতে নেয় সানরাইজার্স। এই ম্যাচে স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন উমরান, গড়েছেন ইতিহাসও। ২২ বছর বয়সি জম্মজাত পেস বোলারই কণিষ্ঠতম সানরাইজার্স বোলার হিসাবে আইপিএলে চার উইকেট নিলেন। এর আগে এই নজির ছিল মহম্মদ সিরাজের দখলে। উমরানের গতিতে তো সবাই অভিভূত। মরশুমের সবথেকে জোরে বলটাও বেরিয়েছে তাঁরই হাত থেকে। তবে গরমে এত গতিতে বল করাটা কিন্তু বেশ কঠিন।

অবশ্য উমরানের কাছে ব্যাপারটা ততটা কঠিন নয়। প্রথম ইনিংস শেষে হর্ষ ভোগলের সঙ্গে সাক্ষাৎকারে উমরান জানান, ‘জম্মুতে সাধারণত উষ্ণতা অনেক সময়ই ৪৭-৪৮ ডিগ্রি হয়ে যায়। তাই এই গরমে খেলাটা আমার কাছে খুব একটা কঠিন নয়। আমার তো ওখানে এই গরমেই খেলে থাকি। গরমে খেলাটা বরং সত্যি বলতে আমি উপভোগই করি।’ পাশাপাশি শেষ ওভারে নিজের বোলিং পরিকল্পনাও ফাঁস করেন তরুণ পেসার। সেই বিষয়ে তিনি জানান, ‘(ওডিন) স্মিথ পিছনে সরে মারতে যাচ্ছিল, তাই ওর শরীরের দিকে বোলিং করি। বাকিরা উইকেট ছেড়ে খেলছিল, তাই ওদের জন্য বলটা উইকেটই রাখতে চাইছিলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.